রেলের এনটিপিসি কিছু ক্যাটেগরি প্রত্যাহার করা হল

786
0

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির বিজ্ঞপ্তি নং ০১/২০১৯ (এনটিপিসি)-র কিছু শূন্যপদ প্রত্যাহার করা হয়েছে। এলাহাবাদ আরআরবির অধীন সিএলডব্লু বারাণসীর এখনকার কাজকর্মের পরিসর বদলে যাওয়ায় ক্যাটেগরি নং ৪ (জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট-কাম-টাইপিস্ট, শূন্যপদ ১৭টি), ক্যাটেগরি নং ৫ (সিনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট, শূন্যপদ ১৯), ক্যাটেগরি ৭ (সিনিয়র টাইমকিপার, শূন্যপদ ৮), ক্যাটেগরি ১১ (জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট, শূন্যপদ ১৯), ক্যাটেগরি ১২ (জুনিয়র টাইমকিপার, শূন্যপদ ৬টি)— এই শূন্যপদ প্রত্যাহার করা হয়েছে। যাঁরা এই ক্যাটেগরিগুলির জন্য আবেদন করেছেন তাঁরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পছন্দ বদলাতে পারবেন, তার জন্য কোও বাড়তি মূল্য দিতে হবে না। এলাহাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সাইটে (https://allahabad.rrbonlinereg.co.in) গিয়ে সেখানে “Changes of Post preferences for DLW opted candidates in RRB Allahabad” লিঙ্কে ক্লিক করে ঢুকে বদল করতে পারবেন। সংশ্লিষ্ট প্রার্থীদের মেল করে জানিয়ে দেওয়া হয়েছে।

রেলের ২০ এপ্রিলের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Corrigendum%20to%20CEN%2001-2019.pdf