রেলের এনটিপিসি গ্রুপের পরীক্ষা স্থগিত

603
0
RRB Technician Recruitment 2024

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির মাধ্যমে বিজ্ঞপ্তি নং CEN-01/2019 অনুযায়ী এনটিপিসি পর্যায়ের পদগুলিতে নিয়োগের জন্য প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবার কথা ছিল এবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। সেই পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন করে দিনক্ষণ ঠিক হলে যথাসময়ে তা জানানো হবে। বোর্ডগুলির চেয়ারপার্সনদের পক্ষ থেকে ১৫ অক্টোবর তারিখের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে। ঘোষণাটি দেখা যাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির ওয়েবসাইটে। যেমন:

(১) http://www.examprog.com/rail/rrb/file/Notice%20for%20uploading%20in%20websites.pdf

(২) http://rrbald.gov.in/docs/Notice%20for%20posponement%20of%20CBT%201%20Exam%20under%20CEN%2001-2019.pdf,

(৩) http://www.rrbbbs.gov.in/files/Notice_CBT-I_CEN-01-2019_14.10.19.pdf