রেলের গ্রুপ-ডি আবেদনে ফটো আপলোডের সুযোগ ৩০ জুলাই পর্যন্ত

514
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রেলে গ্রুপ-ডি নিয়োগের (বিজ্ঞপ্তি CEN 02/2018- Level-1 Posts) আবেদনে যাঁদের ফটোগ্রাফ আপলোড করা হয়নি বা ত্রুটি ঘটেছিল তাঁদের তা সংশোধনের এককালীন সুযোগ দেওয়া হচ্ছে, সে খবর আমরা গত ২৫ জুলাই এই পোর্টালে জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=6694)।

ফটো সংক্রান্ত ত্রুটি সংশোধনের সেই সুযোগ আরও ২ দিন বাড়িয়ে ৩০ জুলাই রাত ১১-৫৯ পর্যন্ত করা হয়েছে। বিস্তারিত জানতে পারবেন এই লিঙ্কে: http://www.rrbkolkata.gov.in/file/KOL%20photo%20modification228.html