রেলের গ্রুপ-ডি নিয়োগের পরীক্ষাসূচি বদল ‘তিতলি’ ঝড়ের কারণে

882
0
recruitment-railway-picture

ভুবনেশ্বরে ‘তিতলি’ ঝড়ের পূর্বাভাসের কারণে ভুবনেশ্বরের কোনো কেন্দ্রে ১১ ও ১২ অক্টোবর রেলের গ্রুপ-ডি নিয়োগের (বিজ্ঞপ্তি নং CEN02/2018(Level1Posts as per 7th CPC) ) কোনো পরীক্ষা হবে না।

ওই দু-দিনের প্রার্থীদের পরীক্ষা পরে নেওয়া হবে, তার তারিখ পরে সংশ্লিষ্ট প্রার্থীদের এসএমএস/ইমেল করে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষাসূচি বদলের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20CBT%20_%2010-10-18.pdf