রেলের গ্রুপ-ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড, মক টেস্ট ইত্যাদির ঘোষণা

1376
0

রেলের গ্রুপ-ডি পদের (CEN 02/2018) কম্পিউটার বেসড সিস্টেম পরীক্ষার স্থান, তারিখ দেখে নেওয়ার ও পরীক্ষার মহড়ায় হাত পাকানোর জন্য লিঙ্ক আপলোড করার বিষয়ে ঘোষণা করা হয়েছে, এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20CBT%20dated%2006.09.18%20for%20Level%201%20Posts_Final.pdf

রেলের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা নিজের ইউজার আইডি, ডেট অব বার্থ দিয়ে ঢুকে কোথায় সিট পড়েছে, কোন তারিখ আপনার পরীক্ষা নেওয়া হবে সেটা দেখে নিতে পারবেন আগামী ৯ সেপ্টেম্বর থেকে।

এসসি / এসটি প্রার্থীরা রেলের ট্র্যাভেল পাস নামাতে পারবেন আগামী ১০ সেপ্টেম্বর থেকে।

ই-কল লেটার ডাউনলোড করতে পারবেন যাঁর যেদিন পরীক্ষা তার ৪ দিন আগে থেকে।

এছাড়া এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে অভ্যস্ত হবার জন্য অনলাইনে মকটেস্টের সুযোগ পাওয়া যাবে ১০ সেপ্টেম্বর থেকে।

এর আগেই কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ পরীক্ষার নম্বর বিভাজন কীরকম হবে তার তালিকা দিয়ে দেওয়া হয়েছে, আমরাও আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=7477)। মোট ১০০ প্রশ্নের পরীক্ষা নেওয়া হবে, সময় ৯০ মিনিট (যোগ্য শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১২০ মিনিট)। নেগেটিভ মার্কিং এক-ত্রিতীয়াংশ, অর্থাৎ প্রতি ৩টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।

 

 

Rail Exam Date, Rail Group D Exam, Rail Group D News, Rail Group D, Rail Group D Admit