রেলের গ্রুপ-ডি পরীক্ষার জন্য শালিমার-ভুবনেশ্বর, ভুবনেশ্বর-শালিমার বিশেষ ট্রেনের ব্যবস্থা

1646
0
RRB Technician Recruitment 2024

রেলের গ্রুপ-ডি পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের ভুবনেশ্বরে সিট পড়েছে তাঁদের সুবিধার জন্য আগামী ৯, ১০, ১১ ও ১২ অক্টোবর শালিমার থেকে ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে শালিমার পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। শালিমার থেকে ছাড়বে ৮ ও ১০ তারিখে, ভুবনেশ্বর থেকে ৯ ও ১১ তারিখে। আগেই অবশ্য ১৭ সেপ্টেম্বর থেকে স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল (http://www.rrbkolkata.gov.in/download/exam-train-ntc.pdf)। ট্রেনের সময়সারণি ও অন্যান্য তথ্য সহ বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে:

http://www.examprog.com/rail/rrb/file/RUNNING%20OF%20RRB%20EXAM%20SPECIAL%20TRAIN%20NEW.pdf