রেলের গ্রুপ-ডি পরীক্ষার দিনগুলিতে শালিমার-ভুবনেশ্বর, ভুবনেশ্বর-শালিমার বিশেষ ট্রেনের ব্যবস্থা

866
0
nfr railway apprentice 2022

রেলের গ্রুপ-ডি পরীক্ষার দিনগুলিতে শালিমার থেকে ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে শালিমার পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (বিজ্ঞপ্তি নম্বর T96/51/Other Specials/2018, Dated 16/09/2018)।

ট্রেনের সময়সারণি ও অন্যান্য তথ্য সহ বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.rrbkolkata.gov.in/download/exam-train-ntc.pdf