রেলের গ্রুপ-ডি পরীক্ষার ব্যাপারে চালু হল রেলের হেল্পডেস্ক

1421
0
Help Desk

রেলের গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষার ব্যাপারে কারও কোনো প্রশ্ন থাকলে তাদের হেল্পডেস্কের সাহায্য নিতে পারেন।

নিচের লিঙ্কে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করে সেই সাহায্য পাবেন।

এই লিঙ্কে: https://dc4-g22.digialm.com//EForms/configuredHtml/2022/57767/login.html

প্রসঙ্গত, এই পরীক্ষার অনলাইন মকটেস্টও চালু হয়েছে, সেব্যাপারে আমরা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=7724)। পরীক্ষা কার কবে কোথায় কখন সেখবরও জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=7676)।