রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট/টেকনিশিয়ান নিয়োগের পরীক্ষায় যাঁরা ডকুমেন্ট ভেরফিকেশনের জন্য উপস্থিত হন তাঁদের অনেকেই মায়ের নাম সংক্রান্ত কোনো প্রমাণপত্র নিয়ে যান না, কিন্তু সেটা অপরিহার্য।
তাই অবশ্যই মায়ের নামের প্রমাণপত্র বা তা না থাকলে অন্তত একটা হলফনামা (অ্যাফিডেভিট) অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন।
বলা বাহুল্য, রেলের অন্যান্য চাকরির পরীক্ষাতেও এই শর্ত প্রযোজ্য ধরে নেওয়া যায়।
এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Notice1.pdf