রেলের চাকরির মেডিকেল টেস্ট কোথায় হবে

1648
0
RRB Technician Recruitment 2024

রেলের এমপ্লয়মেন্ট নোটিস নম্বর CEN-01/2018 অনুযায়ী পরীক্ষায় সফল হয়ে যাঁরা ডকুমেন্ট ভেরিফিকেশনেও সফল হবেন তাঁদের ডাক্তারি পরীক্ষা হবে তারপরেই। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থীদের জন্য ৬টি হাসপাতালে ভাগ করে এই পরীক্ষা হবে। হাসপাতালগুলির নাম, ঠিকানা, যাবার পথনির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Railway%20Hospital.pdf