রেলের জুনিয়র ইঞ্জিঃ/ডিএমএস/সিএমএ পদের সংশোধিত আন্সার-কি, মূল্যায়ন

578
0
recruitment-railway-picture

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির কেন্দ্রীভূত বিজ্ঞপ্তি নং ০৩/২০১৮ অনুযায়ী যাঁরা জুনিয়র ইঞ্জিঃ/ডিএমএস/সিএমএ পদের প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিয়েছেন এবং গত ১১-১৪ জুলাইয়ের মধ্যে প্রশ্নপত্র, আন্সার-কি ও নিজেদের উত্তর মিলিয়ে দেখে কোনো আপত্তি/অসঙ্গতির কথা জানিয়েছেন সেগুলি বোর্ড খুঁটিয়ে দেখেছে এবং তার ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, মূল্যায়নে প্রয়োজনীয় পরিবর্তন-পরিমার্জন করেছে। এই সুযোগ দেওয়ার কথা আমরাও গত ১১ জুলাই জানিয়েছিলাম (https://jibikadishari.co.in/?p=11907)।

চূড়ান্ত পরস্থিতি, প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধিত আন্সার-কি ও মূল্যায়ন জানা যাবে ওয়েবসাইটে লিগ-ইন করে। আরআরবিগুলির ২৫ জুলাইয়ের এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20Final%20Key.pdf

নিজের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ ও সঙ্গে দেওয়া ক্যাপচা উল্লেখ করে লগ-ইন করে দেখা যাবে, এই লিঙ্কে:  http://objection.rrbonlinereg.com/rkey0318/login.aspx#no-back-button