রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সহ নানা পদের পরীক্ষার তারিখ

schedule
2019-05-08 | 14:07h
update
2019-05-09 | 06:10h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে সিবিটি টেস্ট-এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মে, ২০১৯ তারিখ থেকে  জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইনফরমেশন টেকনোলজি), ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিকেল এন্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রথম স্তরের সিবিট টেস্ট নেওয়া শুরু হবে।

Advertisement

প্রার্থীদের ট্রেন ট্র্যাভেল অথরিটি লেটার এবং নিজের রোল অনুযায়ী পরীক্ষাকেন্দ্র ও নির্দিষ্ট তারিখ দেখে নেওয়ার ওয়েবলিংক কিছু দিনের মধ্যেই আপলোড করে দেওয়া হবে।

সিবিটি টেস্ট – মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় ৯০ মিনিট। এমসিকিউ ধরনের প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং থাকবে ১/৩ হারে।

এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার লিঙ্ক : http://www.examprog.com/rail/rrb/file/Notice%20No.4%20V2%20Final%20English.pdf

 

 

 

Rail, Railway Exam, Railway Junior Engineer Exam

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 17:02:42
Privacy-Data & cookie usage: