রেলের ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন কী-কী নিয়ে যেতে হবে

schedule
2019-06-14 | 13:13h
update
2019-06-14 | 13:13h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

১. মাধ্যমিক/সমতুল সার্টিফিকেট (জন্মতারিখের জন্য),

২. উচ্চমাধ্যমিক/সমতুল সার্টিফিকেট,

৩. এনসিভিটি/এসসিভিটি/ডিপ্লোমা/ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সার্টিফিকেট, প্রতি সেমেস্টারের মার্কশিট সহ,

৪. কাস্টের ক্ষেত্রে তপশিলি জাতি/উপজাতি সার্টিফিকেট (সাইটে দেওয়া প্রোফর্মায়),

৫. এখনকার ওবিসি-নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট (সাইটে দেওয়া প্রোফর্মায়),

৬. ওবিসি প্রার্থীদের নন-ক্রিমি লেয়ারভুক্ত এই মর্মে ঘোষণাপত্র দেবার জন্য সাইটে দেওয়া ফর্মের সাদা প্রিন্ট-আউট নিয়ে যেতে হবে,

৭. অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির ক্ষেত্রে সাইটে দেওয়া ফর্মে আয়ের সার্টিফিকেট/বিপিএল কার্ড/ইজ্জত এমএসসি,

৮. প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে মূল ডিসচার্জ সার্টিফিকেট, পেনশন পেমেন্ট অর্ডার, এক্স-সার্ভিসমেন বুক, প্রাক্তন সেনাকর্মী পরিচিতিপত্র, ৩১-৩-২০১৯-এর মধ্যে কর্মচ্যুতির কারণ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য স্পষ্ট করে উল্লেখ সহ,

Advertisement

৯. রেলের এই পদের জন্য আবেদন করার পর যে প্রাক্তন সেনাকর্মীরা অন্য কোথাও অসামরিক পদে যোগ দিয়ে থাকলে তাদের বিশদে জানানো ও নো-অবজেকশন সার্টিফিকেট,

১০. শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সাইটে দেওয়া ফর্মে সার্টিফিকেট,

১১. কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট, কাজে যোগদানের তারিখ উল্লেখ সহ,

১২. সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে সাইটে দেওয়া বয়ানে ঘোষণা,

১৩. নিজের জন্মনামের থেকে পরে নামের কোনো বদল ঘটে থাকলে গেজেট

১৪. জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্টিফিকেট,

১৫. অ-ভারতীয়দের ক্ষেত্রে নাগরিকত্ব হিসাবে যোগ্যতার ভারত সরকারের সার্টিফিকেট,

১৬. বিবাহবিচ্ছিন্না/আইনত পতিসঙ্গ বিচ্ছিন্নাদের ক্ষেত্রে সে সংক্রান্ত কাগজপত্র/ডিক্রি,

১৭. বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট ও আবার বিয়ে করেননি এই মর্মে এফিডেভিট,

১৮. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট ও মার্কশিট, তা প্রকাশের তারিখ সহ, তারিখ না দেওয়া থাকলে ফল কবে প্রকাশিত হয়েছে সেই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট,

১৯. গত ১ মাসের মধ্যে তোলা ৩ কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো,

২০. আবেদনপত্রে দেওয়া নিজের বা বাবার নামের বানানের সঙ্গে অমিল থাকলে কোনো ম্যাজিস্ট্রেট বা নোটারির সামনে উপজুক্ত স্ট্যাম্প পেপারে করা এফিডেভিট এই মর্মে যে ওই দুই বানানের দুজন একই ব্যক্তি।

২১. আর কোনো প্রাসঙ্গিক সার্টিফিকেট যদি থাকে,

ওপরে বলা সমস্ত সার্টিফিকেটের ২ সেট করে পরিষ্কার পাঠযোগ্য ও স্বপ্রত্যয়িত জেরক্স। ডকুমেন্ট ভেরিফিকেশনে সফল হলে ডাক্তারি পরীক্ষা, তার জন্য ফি দিতে হবে ২৪ টাকা। এই সব পরীক্ষার জন্য ৩-৪ দিন আশপাশে নিজখরচে থাকা-খাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হবে।

 

 

 

Rail, Railway Exam, RRB, RRB Kolkata

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 14:51:29
Privacy-Data & cookie usage: