রেলের ডিজেল লোকো কারখনায় ৩৭৪ অ্যাপ্রেন্টিস

712
0
exam syllabus

ভারতীয় রেলের ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে ৩৭৪ জন আইটিআই ও নন-আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নোটিফিকেশন নম্বর: 43th Batch Act.Appt./2019.

আইটিআইদের শূন্যপদ: ফিটার: ১০৭ (অসংরক্ষিত ৫৪, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ৮, ওবিসি ২৯)। কার্পেন্টার: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। পেইন্টার (জেনারেল): ৭ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। মেশিনিস্ট: ৬৭ (অসংরক্ষিত ৩৪, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১৮)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৪৫ (অসংরক্ষিত ২৩, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১২)। ইলেক্ট্রিশিয়ান: ৭১ (অসংরক্ষিত ৩৬, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১৯)।

ননআইটিআইদের শূন্যপদ: ফিটার: ৩০ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮)। মেশিনিস্ট: ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ১১ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ইলেক্ট্রিশিয়ান: ১৮ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)।

যোগ্যতা: নন-আইটিআইদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ। আইটিআইদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই। সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২১ অক্টোবর ২০১৯ তারিখের হিসেবে।

বয়সসীমা: নন-আইটিআইদের বয়স ১৫ বছর সম্পূর্ণ হতে হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা ২২ বছর। আইটিআইদের ক্ষেত্রে ১৫ বছর সম্পূর্ণ এবং বয়সের ঊর্ধ্বসীমা ২৪ বছর। সবক্ষেত্রেই আগামী ২১ নভেম্বরের মধ্যে বয়স শর্ত পূরণ করতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দিতে হবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: প্রথমে www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। পরে সেই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে www.dlw.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর বিকাল ৪.৪৫ পর্যন্ত। প্রার্থী আইটিআই ও নন-আইটিআই— এই দুইয়ের মধ্যে যে-কোনো একটির জন্য আবেদন করতে পারবেন।