রেলের গ্রুপ ডি-র প্রশ্নোত্তরে ভুল আছে মনে হচ্ছে? জানানোর সুযোগ নিন

schedule
2019-01-12 | 06:35h
update
2019-01-12 | 07:52h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রেলের বিজ্ঞপ্তি নং ০২/২০১৮ অনুযায়ী যাঁরা আবেদন করেছেন এবং ১ম পর্যায়ে পরীক্ষা দিয়েছেন তাঁদের জন্য প্রশ্নপত্র ও আরআরবির চিহ্নিত সঠিক উত্তর সহ অন্যান্য অপশনগুলি আপলোড করা হয়েছে। বলা বাহ্ল্য, যাঁদের উত্তর আরআরবির চিহ্নিত সঠিক উত্তরের সঙ্গে মিলবে, তাঁরা সেই প্রশ্নের জন্য নির্ধারিত নম্বর পাবেন, যদি না আরআরবির চিহ্নিতকরণই ভুল প্রমাণিত হয়। তাই তাঁদের তরফে চিহ্নিতকরণে কোনো ভুল যদি তার ক্ষেত্রে সুবিচারের জন্য পরীক্ষার্থীদের মারফৎ যাচাইয়ের এই সুযোগ দেওয়া হচ্ছে। কারও যদি আরআরবির চিহ্নিত কোনো সঠিক উত্তর ভুল বলে মনে হয়, তিনি এই ব্যবস্থায় তা জানাতে অর্থাৎ নিজের মতে সঠিক উত্তর নির্দেশ করতে পারেন। এজন্য প্রতিটি আপত্তি বাবদ ৫০ টাকা করে অনলাইনে দিতে হবে। পরে যদি দেখা যায় সেই আপত্তি ঠিক, আরআরবির চিহ্নিত উত্তরই ভুল তাহলে সেই প্রশ্নের জন্য জমা দেওয়া টাকা একই পথে ফেরৎ দেওয়া হবে।

Advertisement

তেমনই, যদি আপনার মনে হয় কোনো প্রশ্নের সব অপশনই ভুল বা প্রশ্নটি ভুল/দ্ব্যর্থক, একাধিক উত্তর সঠিক, অনুবাদে ভুল বা একই প্রশপত্রে একই প্রশ্ন একাধিকবার দেওয়া হয়েছে বা এই ধরনের আর কছু ভুল আছে, তাও ঞ্জের যুক্তি সহ জানাবার ব্যবস্থা আছে।

ভুল চিহ্নিত করার আগে জানাতে হবে কটি প্রশ্নের ভুল আপনি চিহ্নিত করতে চান, সেই মতো প্রশ্নোত্তরগুলি চিহ্নিত করতে পারবেন। সংশ্লিষ্ট প্রশ্নের আইডি, সম্ভাব্য উত্তরের অপশনের আইডি ঠিকঠাক নির্দেশ করতে ভুলবেন না।

যে প্রশপত্র আপনি উত্তর করেছেন তা দেখার সুযোগ দেওয়া হচ্ছে ১১ জানুয়ারি রাত ১০টা থেকে।

আপনার চিহ্নিত উত্তরের সঙ্গে আরআরবির নির্দেশিত সঠিক উত্তর (সবুজ রঙে) ভুল চিহ্নিত করার সুযোগ পাওয়া যাবে আগামী ১৪ জানুয়ারি বিকেল ৫টা থেকে ১৯ জানুয়ারি রাত ১১-৫৯ পর্যন্ত। তারপরে আর ভুল ধরার সুযোগ নেই। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই দুই লিঙ্কে ক্লিক করে: https://dc4-g22.digialm.com//EForms/configuredHtml/2022/57738//Instruction.html,

http://www.examprog.com/rail/rrb/file/Viewing%20of%20QP%20with%20answer%20key%20and%20to%20raise%20objections_11-01-2019.pdf

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 20:24:04
Privacy-Data & cookie usage: