ভারতীয় রেলের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি)-তে ন্যূনতম আন্ডারগ্র্যাজুয়েট (উচ্চমাধ্যমিক/সমতুল) ও গ্র্যাজুয়েট যোগ্যতার ৩৫২৭৭ জন তরুণ-তরুণী নিয়োগের জন্য আবেদন শুরু হবে আজ ১ মার্চ বিকেল ৪টে থেকে। বিজ্ঞপ্তি নম্বর: ০১/২০১৯। গত ২০ ফেব্রুয়ারি খবরটি আমাদের পোর্টালে সংক্ষিপ্তভাবে জানানো হয়েছিল (https://jibikadishari.co.in/?p=9975)। এনটিপিসির ওই পদগুলির জন্য আবেদন শুরু হয়েছে, জানানো হল বিস্তারিতভাবে তথ্যও।
বয়সসীমা: আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৮৯-১ জুলাই ২০০১ সালের মধ্যে)। গ্র্যাজুয়েট লেভেল পদগুলির জন্য ১৮-৩৩ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৮৬-২ জুলাই ১৯৮৩)। সবক্ষেত্রেই ১ জুলাই ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও উচ্চতর যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের শর্ত প্রযোজ্য নয়)।
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও উচ্চতর যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের শর্ত প্রযোজ্য নয়)। সঙ্গে কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিং দক্ষতা থাকতে হবে।
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও উচ্চতর যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের শর্ত প্রযোজ্য নয়)। কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিং দক্ষতা থাকতে হবে।
জুনিয়র টাইম কিপার: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও উচ্চতর যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের শর্ত প্রযোজ্য নয়)। কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিং দক্ষতা থাকতে হবে।
ট্রেইনস ক্লার্ক: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও উচ্চতর যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের শর্ত প্রযোজ্য নয়)। সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ মার্চ ২০১৯ তারিখের মধ্যে।
কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস: ডিগ্রি বা সমতুল।
স্টেশন মাস্টার: ডিগ্রি বা সমতুল।
গুডস গার্ড: ডিগ্রি বা সমতুল।
জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ডিগ্রি বা সমতুল সঙ্গে কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিং দক্ষতা থাকতে হবে।
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ডিগ্রি বা সমতুল সঙ্গে কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিং দক্ষতা থাকতে হবে।
সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: ডিগ্রি বা সমতুল।
ট্র্যাফিক অ্যাসিস্ট্যান্ট: ডিগ্রি বা সমতুল।
আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পদের নাম, শূন্যপদ, শুরুর মূল বেতন ও মেডিক্যাল স্ট্যান্ডার্ড: ক্রমিক সংখ্যা ১: জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: শূন্যপদ ৪৩১৯। বেতন ১৯৯০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড সি-২। ক্রমিক সংখ্যা ২: অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট: ৭৬০। বেতন ১৯৯০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার সি-২। ক্রমিক সংখ্যা ৩: জুনিয়র টাইম কিপার: ১৭। বেতন ১৯৯০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার সি-২। ক্রমিক সংখ্যা ৪: ট্রেইনস ক্লার্ক: ৫৯২। বেতন ১৯৯০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড এ-৩। ক্রমিক সংখ্যা ৫: কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: ৪৯৪০। বেতন ২১৭০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড বি-২।
গ্র্যাজুয়েট লেভেল পদের নাম, শূন্যপদ, শুরুর মূল বেতন ও মেডিক্যাল স্ট্যান্ডার্ড: ক্রমিক সংখ্যা ১: ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৮৮। শুরুতে বেতন ২৫৫০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার এ-২। ক্রমিক সংখ্যা ২: গুডস গার্ড: ৫৭৪৮। বেতন ২৯২০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড এ-২। ক্রমিক সংখ্যা ৩: সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: ৫৬৩৮। বেতন ২৯২০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড বি-২। ক্রমিক সংখ্যা ৪: সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ২৮৭৩। বেতন ২৯২০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড সি-২। ক্রমিক সংখ্যা ৫: জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ৩১৬৪। বেতন ২৯২০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড সি-২। ক্রমিক সংখ্যা ৬: সিনিয়র টাইম কিপার: ১৪। বেতন ২৯২০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড সি-২। ক্রমিক সংখ্যা ৭: কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস: ২৫৯। বেতন ৩৫৪০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড বি-২। ক্রমিক সংখ্যা ৮: স্টেশন মাস্টার: ৬৮৬৫। বেতন ৩৫৪০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড এ-২। মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে আরো বিস্তারিত www.indianrailways.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), টাইপিং স্কিল টেস্ট/ কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট (যাঁদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য), নথিপত্র যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার বেসড টেস্ট দুটি স্তরে হবে। প্রথম স্তরের কম্পিউটার বেসড টেস্টে থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস (৪০টি প্রশ্ন), ম্যাথমেটিক্স (৩০টি প্রশ্ন) ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩০টি প্রশ্ন)। মোট নম্বর ১০০। সময় ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে। প্রথম স্তরের সিবিটিতে উত্তীর্ণ হলে দ্বিতীয় স্তরের সিবিটি দিতে পারবেন। দ্বিতীয় স্তরের সিবিটি-তে থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস (৫০টি প্রশ্ন), ম্যাথমেটিক্স (৩৫টি প্রশ্ন) ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩৫টি প্রশ্ন)। মোট ১২০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে। অনলাইন আবেদনের সময় পরীক্ষার ভাষা বাছাই করা যাবে। ইংরেজিতে পরীক্ষা তো দেওয়া যাবেই এছাড়া বাংলা, অসমিয়া, গুজরাটি, হিন্দি, কন্নড়, কোঙ্কনি, মালায়ালম, মণিপুরি, মারাঠী, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু ভাষাতেও পরীক্ষা দেওয়া যাবে, যে-কোনো একটি ভাষায়।
আবেদনের ফি: ৫০০ টাকা। প্রথম স্তরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিলে ৪০০ টাকা (ব্যাঙ্ক চার্জ কেটে) ফেরত দেওয়া হবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, ট্রান্সজেন্ডার ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফি ২৫০ টাকা। প্রথম স্তরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিলে ব্যাঙ্ক চার্জ কেটে বাকি পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। অফলাইনে এসবিআই চালান বা পোস্ট অফিস চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। যে-কোনো একটি আরআরবির শূন্যপদের জন্য আবেদন করা যাবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর, কাস্ট সার্টিফিকেট (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য) স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে ওয়েবসাইট থেকে।
আরআরবির ওয়েবসাইটগুলি হল:
কলকাতা: www.rrbkolkata.gov.in
শিলিগুড়ি: www.rrbsiliguri.org
মালদা: www.rrbmalda.gov.in
আহমেদাবাদ: www.rrbahmedabad.gov.in
আজমের: www.rrbajmer.gov.in
এলাহাবাদ: www.rrbald.gov.in
বেঙ্গালুরু: www.rrbbnc.gov.in
ভোপাল: www.rrbbpl.nic.in
ভুবনেশ্বর: www.rrbbbs.gov.in
বিলাসপুর: www.rrbbilaspur.gov.in
চণ্ডীগড়: www.rrbcdg.gov.in
চেন্নাই: www.rrbchennai.gov.in
গোরক্ষপুর: www.rrbgkp.gov.in
গুয়াহাটি: www.rrbguwahati.gov.in
জম্মু ও কাশ্মীর: www.rrbjammu.nic.in
মুম্বই: www.rrbmumbai.gov.in
মুজাফফরপুর: www.rrbmuzaffarpur.gov.in
পাটনা: www.rrbpatna.gov.in
রাঁচি: www.rrbranchi.gov.in
সেকেন্দ্রাবাদ: www.rrbsecunderabad.nic.in
তিরুবনন্তপুরম: www.rrbthiruvananthapuram.gov.in
শূন্যপদের বিন্যাস: আরআরবি কলকাতা: ক্যাটেগরি নম্বর ১: কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস (লেভেল ৬): দক্ষিণ পূর্ব রেল ২ (অসংরক্ষিত)। ক্যাটেগরি নম্বর ২: স্টেশন মাস্টার (লেভেল ৬): পূর্ব রেলে ২৮১ (অসংরক্ষিত ১৪৩, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ১৮, ওবিসি ৭০. ইডব্লুএস ২৯)। এইসবের মধ্যে ২২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। দক্ষিণ পূর্ব রেলে ৮২ (অসংরক্ষিত ৩৫, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬, ওবিসি ২২, ইডব্লুএস ৬)। এইসবের মধ্যে ৬টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি নম্বর ৩: গুডস গার্ড (লেভেল ৫): পূর্ব রেলে ১৮৮ (অসংরক্ষিত ১০১, তপশিলি জাতি ২২, তপশিলি উপজাতি ২০, ওবিসি ২৬, ইডব্লুএস ১৯)। এইসবের মধ্যে ১৯টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। দক্ষিণ পূর্ব রেলে ২২ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি ৫, ইডব্লুএস ২)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি নম্বর ৪: জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট (লেভেল ৫): পূর্ব রেলে ১১৩ (অসংরক্ষিত ৪৭, তপশিলিজাতি ১৭, তপশিলি উপজাতি ৮, ওবিসি ৩০, ইডব্লুএস ১১)। এইসবের মধ্যে ১১টি প্রাক্তন সেনাকর্মী, ২টি দৃষ্টি প্রতিবন্ধী, ৩টি শ্রবণ প্রতিবন্ধী, ২টি এলডি ও ১টি এমডিদের জন্য সংরক্ষিত। মেট্রোতে ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। দক্ষিণ পূর্ব রেলে ৩১ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, ইডব্লুএস ২)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তন সেনাকর্মী, ১টি দৃষ্টি প্রতিবন্ধী, ১টি এলডি ও ১টি এমডিদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি নম্বর ৫: সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট (লেভেল ৫): চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ১৮ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ২, ওবিসি ৩)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মী, ১টি দৃষ্টি, ১টি শ্রবণ ও ১টি এলডিদের জন্য সংরক্ষিত। পূর্ব রেলে ২০০ (অসংরক্ষিত ৯৭, তপশিলি জাতি ২৮, তপশিলি উপজাতি ১৩, ওবিসি ৪২, ইডব্লুএস ২০)। এইসবের মধ্যে ২০টি প্রাক্তন সেনাকর্মী, ৪টি দৃষ্টি প্রতিবন্ধী, ৪টি শ্রবণ প্রতিবন্ধী, ৩টি এলডি ও ৩টি এমডিদের জন্য সংরক্ষিত। মেট্রোতে ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। দক্ষিণ পূর্ব রেলে ১০১ (অসংরক্ষিত ৪৮, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৯, ওবিসি ২২, ইডব্লুএস ৯)। এইসবের মধ্যে ১১টি প্রাক্তন সেনাকর্মী, ২টি দৃষ্টি প্রতিবন্ধী, ১টি শ্রবণ প্রতিবন্ধী, ১টি এলডি ও ১টি এমডিদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি নম্বর ৬: সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক (লেভেল ৫): পূর্ব রেলে ৫৩০ (অসংরক্ষিত ২৬৪, তপশিলি জাতি ৭৮, তপশিলি উপজাতি ৩৮, ওবিসি ৯৭, ইডব্লুএস ৫৩)। এইসবের মধ্যে ৫৩টি প্রাক্তন সেনাকর্মী, ১০টি শ্রবণ প্রতিবন্ধী, ১২টি এলডি ও ১৩টি এমডিদের জন্য সংরক্ষিত। দক্ষিণ পূর্ব রেলে ১২৩ (অসংরক্ষিত ৫১, তপশিলি জাতি ১৮, তপশিলি উপজাতি ৯, ওবিসি ৩৩, ইডব্লুএস ১২)। এইসবের মধ্যে ১২টি প্রাক্তন সেনাকর্মী, ৩টি শ্রবণ প্রতিবন্ধী, ৩টি এলডি ও ২টি এমডিদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি নম্বর ৭: সিনিয়র টাইম কিপার (লেভেল ৫): পূর্ব রেলে ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্যাটেগরি নম্বর ৮: ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট (লেভেল ৪): মেট্রোতে ৮৭ (অসংরক্ষিত ৩৫, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২৩, ইডব্লুএস ৯)। এইসবের মধ্যে ৯টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি নম্বর ৯: কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: পূর্ব রেলে ৪০৮ (অসংরক্ষিত ২৩৭, তপশিলি জাতি ৬০, তপশিলি উপজাতি ২৮, ওবিসি ৪২, ইডব্লুএস ৪১)। এইসবের মধ্যে ৪১টি প্রাক্তন সেনাকর্মী, ৫টি শ্রবণ প্রতিবন্ধী, ৫টি এলডি ও ৬টি এমডির জন্য সংরক্ষিত। দক্ষিণ পূর্ব রেলে ৬৫ (অসংরক্ষিত ২৮, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১৭, ইডব্লুএস ৬)। এইসবের মধ্যে ৭টি প্রাক্তন সেনাকর্মী, ১টি শ্রবণ প্রতিবন্ধী, ১টি এলডি ও ২টি এমডিদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি নম্বর ১০: অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট (লেভেল ২): পূর্ব রেলে ৪৩ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১৬, ইডব্লুএস ৬)। এইসবের মধ্যে ৫টি প্রাক্তন সেনাকর্মী ও ২টি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। দক্ষিণ পূর্ব রেলে ৩১ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, ইডব্লুএস ২)। এইসবের মধ্যে টি প্রাক্তন সেনাকর্মী, ১টি দৃষ্টি প্রতিবন্ধী, ১টি এলডিদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ১১: জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট (লেভেল ২): চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ১৪ (অসংরক্ষিত ৮,ওবিসি ৪, ইডব্লুএস ২)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মী, ১টি দৃষ্টি প্রতিবন্ধী ও ১টি এমডিদের জন্য সংরক্ষিত। পূর্ব রেলে ৪১৯ (অসংরক্ষিত ২০৪, তপশিলি জাতি ৫৮, তপশিলি উপজাতি ৩০, ওবিসি ৮৬, ইডব্লুএস ৪১)। এইসবের মধ্যে ৪১টি প্রাক্তন সেনাকর্মী, ১০টি দৃষ্টি প্রতিবন্ধী, ২টি শ্রবণ প্রতিবন্ধী, ৩টি এলডি ও ২টি এমডির জন্য সংরক্ষিত। মেট্রোতে ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি এলডির জন্য সংরক্ষিত। দক্ষিণ পূর্ব রেলে ১৪৩ (অসংরক্ষিত ৭২, তপশিলি জাতি ১৯, তপশিলি উপজাতি ১২, ওবিসি ২৬, ইডব্লুএস ১৪)। এইসবের মধ্যে ১৪টি প্রাক্তন সেনাকর্মী, ২টি দৃষিঅট প্রতিবন্ধী, ২টি শ্রবণ প্রতিবন্ধী, ২টি এলডি ও ১টি এমডির জন্য সংরক্ষিত। ক্যাটগেরি নম্বর ১২: জুনিয়র টাইম কিপার (লেভেল ২): পূর্ব রেলে ৯ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি এমডিদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ১৩: ট্রেনস ক্লার্ক (লেভেল ২): পূর্ব রেলে ২১ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি ৫, ইডব্লুএস ২)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
আরআরবি কলকাতা, মালদা ও শিলিগুড়ির শূন্যপদ : https://jibikadishari.co.in/?p=10163
প্রসঙ্গত, আরআরবি মালদা, শিলিগুড়ি, আহমেদাবাদ, আজমের, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরক্ষপুর, গুয়াহাটি, জম্মু-শ্রীনগর, মুম্বই, মুজাফফরপুর, পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরমের শূন্যপদের বিন্যাস সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন করা যাবে ১ মার্চ বিকেল ৪টে থেকে ৩১ মার্চ ২০১৯ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত। আবেদনের ফি দেওয়া যাবে ৫ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত। পুরোপুরি আবেদনপত্র জমা করা যাবে ১২ এপ্রিল ২০১৯ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে।