রেলের ৩ কেন্দ্রে ৪ শিফটের সার্ভার সমস্যায় পড়া পরীক্ষার্থীদের জন্য আবার ব্যবস্থা

763
0
exam syllabus

রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট/টেকনিশিয়ান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নম্বর CEN-01/2018 (ALP/Technicians) অনুযায়ী ২য় পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ৩টি কেন্দ্রে ৪টি শিফটে গত ২৩ জানুয়ারি সার্ভার জনিত সমস্যা দেখা দেয়। সে কারণে অসুবিধায় পড়া পরীক্ষার্থীদের নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা হবে। তাঁদের জন্য নতুন পরীক্ষাসূচি স্থির হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের এসএমএস/ইমেল করে জানিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটেও জানানো হবে।

এইসব কেন্দ্রের এই শিফটগুলির পরীক্ষার্থীদের: (১) কল্যাণীর আইডিয়াল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং (টিসি কোড-১৯৪২)-এর ১ম শিফট, (২) কলকাতা সল্ট লেকের টিসিএস গীত বিতান (টিসি কোড-৮১১৬)-এর ২য় ও ৩য় শিফট, (৩) কলকাতার রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (টিসি কোড-৫৭০)-এর ৩য় শিফট। একথা জানানো হয়েছে ২৮ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে। লিঙ্ক:

http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20CBT%202%20CEN%201-18%2028-1-19%20RSchedule%20_2_.pdf