রেলে অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষার স্কোরকার্ড, ডকুমেন্ট ভেরিফিকেশন

567
0
railway recruitment sports quota

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট/টেকনিশিয়ান নিয়োগের কেন্দ্রীভূত বিজ্ঞপ্তি নং ০১/২০১৮ অনুযায়ী প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা সেই পরীক্ষায় পাওয়া নম্বর দেখে নিতে পারেন, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন কিনা তা জানতে পারবেন এবং ডাক পাবার যোগ্য হলে কললেটার ডাউনলোডও করে নিতে পারেন। নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে এই লিঙ্কে: http://rrbalp.digialm.com/EForms/configuredHtml/1907/57281/login.html

২৪ আগস্টের এই ঘোষণা দেখা যাবে এই ওয়েবপেজে দেওয়া লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/index.php