রেলে এক যোগ্যতায় একাধিক এগজ্যাম গ্রুপে আবেদনের সুযোগ নিয়েছেন?

957
0
nfr railway apprentice 2022

রেলের এমপ্লয়মেন্ট নোটিস নং (CEN) 03/2018  অনুযায়ী যাঁরা আবেদন করেছেন, তাঁরা একই যোগ্যতায় একাধিক এগজ্যাম গ্রুপের জন্য আবেদন করার যোগ্য হলে এক দরখাস্তেই তা করতে পারেন, এবং সেক্ষেত্রে যে-যে গ্রুপের জন্য আবেদন করবেন তার সব পদের জন্যই বিবেচিত হবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির পক্ষ থেকে ১৪ জুন আপলোড করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, যদিও এই সুযোগের কথা আগেই জানানো হয়েছিল। বিজ্ঞপ্তি দেখা যাবে এই ওয়েবপেজের লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/index.php বা সরাসরি এই লিঙ্কে:

http://www.examprog.com/rail/rrb/file/Notice%20N0.2%20-%2031-12-2018%20(1).pdf