রেলে কনস্টেবল নিয়োগের ৪র্থ পর্যায়ের পরীক্ষার কললেটার

600
0
constable Rail

রেলওয়ে প্রটেকশন ফোর্স ও রেলওয়ে প্রটেকশন স্পেশ্যাল ফোর্সে কনস্টেবল নিয়োগের জন্য চতুর্থ পর্যায়ের অনলাইন পরীক্ষা অর্থাৎ গ্রুপ এ (দক্ষিণ রেল, দক্ষিণ-পশ্চিম রেল, দক্ষিণ-মধ্য রেল), গ্রুপ-বি (মধ্য রেল, পশ্চিম রেল, পশ্চিম-মধ্য রেল, দক্ষিণ-পূর্ব-মধ্য রেল) ও গ্রুপ-এফ (রেলওয়ে প্রটেকশন স্পেশ্যাল ফোর্স, এখানে কেবল পুরুষ কনস্টেবল নিয়োগ)-এর জন্য পরীক্ষা হবে আগামী ১৭ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীরা কললেটার ডাউনলোড করতে পারবেন কয়েকদিনের মধ্যেই। https://constable1.rpfonlinereg.org/home.html লিঙ্কে একথা জানানো হয়েছে। যেহেতু যাঁদের যেদিন পরীক্ষা তার ১০ দিন আগে থেকে কললেটার ডাউনলোড করা যাবে বলে আগেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল (https://constable1.rpfonlinereg.org/cbt_exam.html, আমাদের পোর্টালে সেখবর বেরিয়েছিল ২৪ নভেম্বর https://jibikadishari.co.in/?p=8686 লিঙ্কে), আশা করা যায় ৭ জানুয়ারি থেকেই সেই সুযোগ পর্যায়ক্রমে পাওয়া যাবে, যেমন ৭ জানুয়ারি থেকে মিলবে ১৭ জানুয়ারির পরীক্ষার্থীদের কললেটার, ৮ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির পরীক্ষার্থীদের, এভাবে চলবে।