রেলে গ্রুপ-ডি: জেনে নিন আবেদনের পরিস্থিতি, তপশিলিদের ফ্রি রেলপাস ডাউনলোড

1065
0
Railway Apprentice 2023

রেলে ৬২৯০৭টি গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য (বিজ্ঞপ্তি নম্বর CEN O2/2018) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা শুরু আগামী ১৭ সেপ্টেম্বর থেকে, তা আমরা আগে জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=7415)। জানিয়েছি প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের তথ্য কীভাবে জানা যাবে (https://jibikadishari.co.in/?p=7676)।

এবার জেনে নিন আপনার আবেদনের পরিস্থিতি। যেমন কলকাতা আরআরবির প্রার্থীরা https://kolkata.rrbonlinereg.in/ লিঙ্ক থেকে “ক্যান্ডিডেট লগইন” লিঙ্ক হয়ে (https://kolkata.rrbonlinereg.in/rrb-print.html) নিজের রিক্রুটমেন্ট বোর্ডের (কলকাতা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর ইত্যাদি) লিঙ্কে ক্লিক করে যে পেজে যাবেন সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা (সিকিউরিটি কোড) দিয়ে লগইন করলে জানতে পারবেন আপনার আবেদনের পরিস্থিতি। যেমন, কলকাতা আরআরবির প্রার্থীরা ওপরের নির্দশমতো পর-পর লিঙ্কগুলি থেকে বা সরাসরি এই লিঙ্ক থেকে জানতে পারবেন:

https://kolkata.rrbonlinereg.com/regprint/ui_printlogin.aspx#no-back-button

তপশিলি প্রার্থীরা পরীক্ষার স্থান-কাল সংক্রান্ত তথ্য জানার সঙ্গে যাতায়াতের রেলপাস ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে, রেজিস্ট্রশন নম্বর ও জন্মতারিখ জানিয়ে:

https://dc4-g22.digialm.com//EForms/configuredHtml/2022/57738/login.html

প্রসঙ্গত, পরীক্ষা দিতে যাবার জন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পরীক্ষার ৪ দিন আগে।

কলকাতা রেলওয়ে রিক্রূটমেন্ট বোর্ডের নতুন ফোন নম্বর: 06291516873

 

Rail, Rail Group d exam, Rail Group D exam Admit, Rail Group D