রেলে জুনিয়র ইঞ্জিঃ ইত্যাদি নিয়োগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার নতুন তারিখ

539
0
RRB Technician Recruitment 2024

রেলের বিজ্ঞপ্তি নং ০৩/২০১৮ অনুযায়ী জুনিয়র ইঙজিনিয়ার ইত্যাদি নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে। সেই অনুযায়ী পরীক্ষা হবে আগামী ১৯ সেপ্টেম্বর। এজন্য ই-কললেটার ডাউনলোড করা যাবে ১৫ সেপ্টেম্বর থেকে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য মকটেস্টের লিঙ্কও পাওয়া যাবে এবং ওই পরীক্ষার জন্য পরীক্ষাকেন্দ্রের পথনির্দেশ, প্রযোজ্য ক্ষেত্রে ফ্রি ট্র্যাভেল অথরিটি ডাউনলোড এসবের লিঙ্কও দেওয়া হবে ৯ সেপ্টেম্বর থেকে। ১২০ মিনিটের (প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৬০ মিনিটের), ১৫০টি এমসিকিউ টাইপের প্রশ্নের পরীক্ষা, নেগেটিভ মার্কিং থাকবে ১/৩ হারে (প্রতি ৩টি ভুলের ১ নম্বর)।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির পক্ষ থেকে ৮ সেপ্টেম্বরের এই বিজ্ঞপ্তি (নোটিস নং ১২) দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20Rescheduled%20CBT-2.pdf

কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডে লিঙ্কের ওয়েবপেজ: http://www.examprog.com/rail/rrb/index.php