রেলে ৬২৯০৭ গ্রুপ-ডি নিয়োগের পরীক্ষার তারিখ

2041
0
Railway Apprentice 2024

রেলের গ্রুপ-ডি পর্যায়ের ৬২৯০৭টি শূন্যপদে নিয়োগের জন্য (বিজ্ঞপ্তি নং CEN02/2018) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বিভিন্ন ব্যাচে ভাগ করে শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১৭ সেপ্টেম্বর।

কার পরীক্ষা কবে কোথায় কোন শিফটে কখন হবে তা জানানো হবে পরীক্ষার ১০ দিন আগে।

বিস্তারিত পরীক্ষাসূচি খুব শীঘ্রই জানানো হবে।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির চেয়ারপার্সনদের পক্ষ থেকে ২৬-০৮-২০১৮ তারিখের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি দেখা যাবে http://www.rrbkolkata.gov.in/ > “ক্লিক হিয়ার ফর লেটেস্ট আপডেট …” (http://www.examprog.com/rail/rrb/index.php) বা সরাসরি এই লিঙ্কে:

http://www.rrbkolkata.gov.in/download/Notice%20on%20CBT%20for%20CEN%2002-18%20dated%2026.08.18.pdf