রেলে ৮৯৪০৯ গ্রুপ-ডি, এএলপি, টেকনিঃ নিয়োগের পরীক্ষা শীঘ্রই

946
1

রেলে ৬২৯০৭ জন গ্রুপ-ডি (বিজ্ঞপ্তি নং CEN 02/2018) এবং ২৬৫০২ জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য (বিজ্ঞপ্তি নং CEN 01/2018) মোটামুটি ২ কোটি ৩৭ লক্ষ দরখাস্ত জমা পড়েছে, একথা ২৮ জুন আমাদের পোর্টালে জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=6009)। বলেছিলাম দরখাস্ত বাছাইয়ের কাজ চলছে। ৩০ জুন আরেকটি বিজ্ঞপ্তিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির চেয়ারপার্সন জানিয়েছেন, দরখাস্ত বাছাইয়ের কাজ এখন শেষ পর্যায়ে, জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে আশা করা যায়। তারপর প্রার্থীদের দরখাস্তের পরিস্থিতি আপলোড করে দেওয়া হবে আঞ্চলিক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির ওয়েবসাইটে। কম্পিউটারভিত্তিক পরীক্ষা আগস্ট/সেপ্টেম্বরে হবার সম্ভাবনা আছে। পরীক্ষার যথাযথ দিনক্ষণ ঠিক হলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আমরাও এই পোর্টালে যথাসময়ে জানিয়ে দেব।

৩০ জুনের বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.rrbkolkata.gov.in/download/1452629.pdf