রেল ইঞ্জিন কারখানায় ৩৭৪ অ্যাপ্রেন্টিস ট্রেনি

1002
0
Current Affairs 16th October

ডিজেল রেল ইঞ্জিন কারখানা বারাণসীতে ৩৭৪ জন নন-আইটিআই ও আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: ০২/২০১৮।

আইটিআইদের শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১: ফিটার: শূন্যপদ ১০৭ (অসংরক্ষিত ৫৪, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ৮, ওবিসি ২৯)। ক্রমিক সংখ্যা ২: কার্পেন্টার: শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৩: পেইন্টার (জেনারেল): শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ৪: মেশিনিস্ট: শূন্যপদ ৬৭ (অসংরক্ষিত ৩৪, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১৮)। ক্রমিক সংখ্যা ৫: ওয়েল্ডার (জিঅ্যান্ডই): শূন্যপদ ৪৫ (অসংরক্ষিত ২৩, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১২)। ক্রমিক সংখ্যা ৬: ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ৭১ (অসংরক্ষিত ৩৬, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১৯)।

নন-আইটিআইদের শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১: ফিটার: শূন্যপদ ৩০ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮)। ক্রমিক সংখ্যা ৪: মেশিনিস্ট: শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। ক্রমিক সংখ্যা ৫: ওয়েল্ডার (জিঅ্যান্ডই): শূন্যপদ ১১ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ক্রমিক সংখ্যা ৬: ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ১৮ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)।

যোগ্যতা: নন-আইটিআইদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ ম্যাট্রিকুলেশন বা সমতুল।

আইটিআইদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ। সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ৮ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে সম্পূর্ণ হতে হবে।

বয়সসীমা: ৯ নভেম্বর ২০১৮ তারিখের হিসেবে নন- আইটিআইদের বয়স হতে হবে ১৫-২২ বছরের মধ্যে এবং আইটিআইদের ওয়েল্ডার এবং কার্পেন্টার ট্রেডের ক্ষেত্রে বয়স হতে হবে ১৫-২২ বছরের মধ্যে। অন্যান্য ট্রেডের  বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। ‘Principal Financial Adviser (PFA)/DLW, Varanasi’ অনুকূলে, প্রদেয় হবে বারাণসীতে।

আবেদনের পদ্ধতি: www.diw-indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। তবে তার আগে প্রথমে www.apprenticeship.gov.in ওয়েবাসইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন আবেদন করার আগে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি ও যাবতীয় প্রমাণপত্রাদি জেপিজি/ জেপেগ/ বিএসপি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৯ নভেম্বর ২০১৮ তারিখ বিকাল ৪.৪৫ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।