Site icon জীবিকা দিশারী

লেডি কনস্টেবল পরীক্ষার ফল বেরোল, ঘোষিত শারীরিক সক্ষমতা পরীক্ষার সূচি

Admit Card Download

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লেডি কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হল, ঘোষিত হয়েছে সফল পরীক্ষার্থীদের জন্য পরবর্তী পর্যায়ের শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষার তারিখও।

পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর, নিজের জন্ম-তারিখ ও নিজেদের জেলা বাছাই করে ফলাফল জানতে পারবেন। সফল প্রার্থীদের ফিজিক্যাল মেজারমেন্ট ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট শুরু হবে আগামী ২০ আগস্ট। ৩টে ভাগে হবে সেই পরীক্ষা।

(১) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার প্রার্থীদের জন্য প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই ঠিকানায়: SAP 2nd Bn., Parade Ground, Mangal Pandey Uddyan, Barrackpore, Kolkata– 700120

(২) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার প্রার্থীদের জন্য জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই ঠিকানায়: SAP 12th Bn., Parade Ground, Satellite Township, Dabgram, Jalpaiguri, Pin No- 734015

(৩) বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভুম ও হুগলি জেলার প্রার্থীদের জন্য বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই ঠিকানায়: RCC, C.I.F. 1st IR Bn. Campus, Bidhannagar, Durgapur, Burdwan, Pin No- 713206

শারীরিক মাপ ও দক্ষতার এই পরীক্ষার জন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে, ৮ আগস্ট ও তার পরে। প্রার্থীদের আবেদনের সঙ্গে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করে তা জানানো হবে।

কাউকে আলাদা করে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। ওই ই-অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউট নিয়েই যেতে হবে। ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে: http://wbprblc.applythrunet.co.in/GetAdmitPMTPET.aspx

লিখিত পরীক্ষার ফল জানার লিঙ্ক: http://policewb.gov.in/wbp/lc-pre-written-2018.php

Exit mobile version