Site icon জীবিকা দিশারী

শিপ রিপেয়ার ইয়ার্ডে ১৫০ অ্যাপ্রেন্টিস

NLC Apprentice Recruitment 2024

ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, কারওয়ারে বিভিন্ন ট্রেডে ১৫০ জন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদ: ক্রমিক সংখ্যা এ: মেশিনিস্ট: শূন্যপদ ৪। ক্রমিক সংখ্যা বি: পাইপ ফিটার: ৬। ক্রমিক সংখ্যা সি: মেকানিক ডিজেল: ১০। ক্রমিক সংখ্যা ডি: ফিটার: ২০। ক্রমিক সংখ্যা ই: মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এসি: ৬। ক্রমিক সংখ্যা এফ: ইলেক্ট্রনিক্স মেকানিক: ১২। ক্রমিক সংখ্যা জি: ইলেক্ট্রিশিয়ান: ১২। ক্রমিক সংখ্যা এইচ: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৬। ক্রমিক সংখ্যা জে: পেইন্টার (জেনারেল): ৪। ক্রমিক সংখ্যা কে: কার্পেন্টার: ৮। ক্রমিক সংখ্যা এল: স্টিল মেটাল ওয়ার্কার: ৬। ক্রমিক সংখ্যা এম: ইনস্ট্রুমেন্ট মেকানিক: ৪। ক্রমিক সংখ্যা এন: মেরিন ইঞ্জিন ফিটার: ১০। ক্রমিক সংখ্যা পি: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স: ৪। ক্রমিক সংখ্যা কিউ: অ্যাডভ্যান্স ওয়েল্ডার: ৪। ক্রমিক সংখ্যা আর: মেকানিক (ডোমেসটিক, কমার্শিয়াল রেফ্রিজেরেটর অ্যান্ড এসি মেশিন): ৪। ক্রমিক সংখ্যা এস: মেকানিক পাওয়ার ইলেক্ট্রনিক্স (ইনভারটার্স, ইউপিএস অ্যান্ড ড্রাইভস মেন্টেন্যান্স): ৪। ক্রমিক সংখ্যা টি: মেকানিক ইলেক্ট্রিক্যাল পাওয়ার ড্রাইভস: ৪। ক্রমিক সংখ্যা ইউ: কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স মেকানিক: ২। ক্রমিক সংখ্যা ভি: কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান: ২। ক্রমিক সংখ্যা ডব্লু: মেকানিক মেরিন ডিজেল: ৬। ক্রমিক সংখ্যা এক্স: শিপরাইট স্টিল: ৬। ক্রমিক সংখ্যা ওয়াই: রিগার: ৬।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: মেকানিক মেরিন ডিজেল, শিপরাইট স্টিল ও রিগার পদের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা দু বছর। বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। সবক্ষেত্রেই সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৪-২১ বছরের মধ্যে (জন্মতারিখ ১ এপ্রিল ১৯৯৮ থেকে ৩১ মার্চ ২০০৫-এর মধ্যে)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ ম্যাট্রিকুলেশন এবং ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর সহ এনসিভিটি/ এসসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই। শুধুমাত্র রিগারের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ (ফিটার ট্রেডে আইটিআই বাঞ্ছনীয়)।

প্রার্থী বাছাই পদ্ধতি: টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। টেস্ট/ ইন্টারভিউ হবে জানুয়ারি/ ফেব্রুয়ারি ২০১৯-এ।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_103_1819b.pdf লিঙ্কে গিয়ে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবেন। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের স্ব-প্রত্যয়িত ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। পূরণ করা আবেদনপত্র, আধার কার্ড এবং প্যান কার্ডের কপি ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স স্পিড/ রেজিস্টার্ড পোস্টে ৪ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে পৌঁছতে হবে ‘The Officer-in-Charge, Dockyard Apprentice School, Naval Ship Repair Yard, Naval Base, Karwar, Karnataka-581308’ ঠিকানায়। কোনো জিজ্ঞাসা থাকলে যে-কোনো কাজের দিন দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত ০৮৩৮২-২৩৩৬৯৪ নম্বরে ফোন করতে পারেন।

Exit mobile version