শিলিগুড়ি কর্পোরেশনে গ্রুপ ডি ৫৫

1627
0
Siliguri Municipality Jobs, West Bengal Govt Jobs,

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর:  650/Estt/SMC, Date : 18/02/2020.

শূন্যপদ —

সুইপার ৩৬ (এসসি ১০, এসসি ইসি ৩, অসংরক্ষিত ইসি ৬, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ৩, অসংরক্ষিত পিডব্লুডি ১, ওবিসি-এ ৪, এসটি ৫, এসটি ইসি ১), লেবারার ১১ (এসসি ৩, এসসি ইসি ১, অসংরক্ষিত ইসি ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, এসটি ২), মজদুর ১ (এসসি), পিওন ৬ (এসসি ২, অসংরক্ষিত ইসি ১, অসংরক্ষিত পিডব্লিউডি ১, ওবিসি-এ ইসি ১, ওবিসি-বি ১), গার্ড ১ (ওবিসি-এ) পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা  প্রতিটি পদের জন্য সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বাংলা / নেপালি লিখতে ও  পড়তে জানতে হবে।

বয়সসীমা  ১৪ ফেব্রুয়ারি, ২০২০ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন  আবেদন করতে হবে সাধারণ কাগজে বায়োডেটা দিয়ে। পাঠাতে হবে আগামী ২০ মার্চ বেলা ৩টের মধ্যে। আবেদন পত্রের সঙ্গে নিজের সই করা এককপি ছবি সাঁটিয়ে এক কপি বায়োডেটা ও নিজের সমস্ত প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্ট করা কপি দিতে হবে।

আবেদন পত্রের খামের উপর পদের নাম উল্লেখ করে দিতে হবে।

আবেদন করতে হবে — The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, PO: Siliguri, Dist Darjeeling, Pin-734101

আবেদনের ফি ১০০ টাকা (এসসি / এসটি প্রাথীদের ৫০ টাকা)। ডিমান্ড ড্রাফটে দিতে হবে। ড্রাফট হবে– Commissioner, Siliguri Municipal Commission-এর অনুকূলে।

বিজ্ঞপ্তির লিঙ্ক—  http://siligurismc.in/userfiles/file/recretment2020.pdf

 

 

Siliguri Municipality Jobs, West Bengal Govt Jobs