শীঘ্রই ৩৪ হাজার শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার

schedule
2019-07-11 | 12:45h
update
2019-07-11 | 12:45h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ করতে দ্রুত ৩৪ হাজার নতুন কর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য এই সরকারেরই গড়ে বাতিল করা স্টাফ সিলেকশন কমিশনকে নতুন করে ঢেলে সাজিয়ে বিজ্ঞপ্তি দিয়ে লোক নিয়োগের পদ্ধতি শুরু হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, বিশেষ কর্মসূচির মাধ্যমে দ্রুত ওইসব পদ পূরণ করা হবে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি  অফিসার পদে নিয়োগ করা হবে।  সংরক্ষিত অসংরক্ষিত উভয় পদেই এই নিয়োগ হবে। মোট খালি পদ রয়েছে ৩৩ হাজার ৬৮৭টি । তার মধ্যে ১৮ হাজার ৫২৭টি পদ অসংরক্ষিত। এর মধ্যে আবার আর্থিক ভাবে পিছিয়ে পড়া ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। অসংরক্ষিতদের পাশাপাশি সংরক্ষিত থাকবে ১৫ হাজার ১৬০টি পদ। তফশিলি জাতির জন্য ৭৪১১, তপশিলি জনজাতির জন্য ২০১১ এবং ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্যও নির্দিষ্ট থাকবে ৫৭২৮টি পদ। তপশিলি জাতি উপজাতি ও আর্থিক দিক দিয়ে দুর্বলতর শ্রেণির নিয়োগের পাশাপাশি এই সব ক্যাটেগরির মধ্যে থেকে ১ হাজার ৩৪৭টি পদে প্রতিবন্ধী প্রার্থীও নিয়োগ করা হবে।

Advertisement

শুধু ৩৪ হাজার পদে নিয়োগই নয়, নথিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবার কথাও বলা হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে ৪ লক্ষ ৭২ হাজার স্বনির্ভর গোষ্ঠী ছিল, ২০১৯ সালে তা বেডে ৯ লক্ষ ৬৯ হাজার স্বনির্ভর গোষ্ঠী বর্তমান। দরিদ্র মহিলাদের স্বর্নিরতা ও ক্ষমতায়নের লক্ষ্যেই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সরকার আর্থিক সহায়তা দিয়ে থাকে। এমনকী গ্রুপ ডি পদেও কর্মী নিয়োগ করা হবে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বার্তায় চাকরিপ্রার্থীরা আশান্বিত হলেও সরকারের বিভিন্ন ক্ষেত্রে বহু পদ খালি থাকলেও দীর্ঘদিন কর্মী নিয়োগ করা হচ্ছে না কেন তা নিয়েও ক্ষোভ রয়েছে নানা মহলে। শিক্ষক শিক্ষিকা ছাড়াও রাজ্য পুলিশেও প্রায় ৪৯ হাজার এসআই ওসি-র মতো অফিসার পদ খালি এই মুহূর্তে। তার কী হবে এই প্রশ্ন ঘুরছে নানা মহলে। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি বের হলেও বিভিন্ন নিয়োগ নিয়েই নানা কারণে নিয়োগ সংক্রান্ত জটিলতায় আদালতের দ্বারস্থ হতে হচ্ছে সরকারকে। নির্দিষ্ট সময়ে নিয়োগ প্রক্রিয়া সমাধা করা যাচ্ছে না। তারই মধ্যে এমন আশার বাণী নিশ্চয় সাড়া ফেলবে রাজ্যের সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 09:04:10
Privacy-Data & cookie usage: