সংখ্যালঘু কারিগরি-পেশাদারি কোর্সের ছেলেমেয়েদের জন্য শিক্ষাঋণ

schedule
2018-07-27 | 12:40h
update
2018-07-27 | 12:41h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পশ্চিমবঙ্গে বসবাসকারী ও স্বীকৃত প্রতিষ্ঠানে কারিগরি ও পেশাদারি কোর্সে পাঠরত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য  শিক্ষাঋণ দেওয়ার আবেদন গ্রহণ শুরু করতে চলেছে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম।

আবেদনের জন্য যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠানে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইন, নার্সিং, ডিপ্লোমা, ম্যানেজমেন্ট, বিসিএ, এমসিএ প্রভৃতি কারিগরি ও পেশাদারি কোর্সে পাঠরত সংখ্যালঘু ছাত্রছাত্রী হতে হবে।

Advertisement

আয়ের সীমা: গ্রামীণ অঞ্চলের ছাত্রছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় ৯৮,০০০ হলে ঋণের সুদের হার হবে ৩%, শহর অঞ্চলের ছাত্রছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় ১,২০,০০০ হলে ঋণের সুদের হার হবে ৩%। গ্রামীণ অঞ্চলের ছাত্রদের পারিবারিক বার্ষিক আয়  ৯৮০০১ থেকে ৬,০০,০০০ টাকা হলে ঋণের সুদের হার হবে ৮%, শহর অঞ্চলের ছাত্রদের পারিবারিক বার্ষিক আয়  ১,২০,০০১ থেকে ৬,০০,০০০ টাকা হলে ঋণের সুদের হার হবে ৮%, গ্রামীণ অঞ্চলের ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয়  ৯৮০০১ থেকে ৬,০০,০০০ টাকা হলে ঋণের সুদের হার হবে ৫%, শহর অঞ্চলের ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয়  ১,২০,০০১ থেকে ৬,০০,০০০ টাকা হলে ঋণের সুদের হার হবে ৫%।

বয়সসীমা: শিক্ষার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।  বিদেশে পাঠরত ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়।

আবেদন করার ওয়েবসাইট: http://www.wbmdfc.net/applicantdetails.php

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2024 - 17:22:15
Privacy-Data & cookie usage: