সঞ্জয় গান্ধী ইনস্টিটিউটে ৮২৫ মেডিকেল স্টাফ নিয়োগ

1802
0

কেন্দ্রীয় সরকারের সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এ (রায়বরেলি, লক্ষ্ণৌ) সিস্টার গ্রেড-টু, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, টেকনিশিয়ান (রেডিওগ্রাফি), টেকনিশিয়ান (রেডিওলজি), ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড-টু পদে ৮২৫ জন স্টাফ নিয়োগ করা হবে৷

শূন্যপদ, যোগ্যতা, বেতন: ১. সিস্টার গ্রেড-টু: শূন্যপদ ৬১৭, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিএসসি (অনার্স) নার্সিং/ বিএসসি নার্সিং/ বিএসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং সঙ্গে স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স ও মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বেতন লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা৷

২. জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট: শূন্যপদ ২৩, জীববিজ্ঞান বিষয় (ফিজিক্স, কেমিস্ট্র, বায়োলজি/ বায়োটেকনোলজি) সহ ১০+২ পাশ এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে দু বছরের নিয়মিত ডিপ্লোমা এবং অন্তত ১০০ শয্যার হাসপাতালে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা৷ বেতন লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা৷

৩. মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট: শূন্যপদ ১৩৪, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি/ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে অন্তত ১০০ শয্যার হাসপাোলে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা৷ বেতন লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা৷

৪. টেকনিশিয়ান (রেডিওগ্রাফি): শূন্যপদ ৪, বিজ্ঞান বিষয়ে ১০+২ এবং রেডিওলজি/ রেডিওথেরাপিতে দু বছরের ডিপ্লোমা সঙ্গে রেডিওগ্রাফার/ রেডিওথেরাপি টেকনিশিয়ান হিসেবে এক বছরের অভিজ্ঞতা অথবা রেডিওগ্রাফি/ রেডিওথেরাপিতে তিন বছরের বিএসসি নার্সিং৷ বেতন লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা৷

৫. টেকনিশিয়ান (রেডিওলজি): শূন্যপদ ২৬, বিজ্ঞানবিষয়ে ১০+২ এবং রেডিওলজি/ রেডিওথেরাপি টেকনিকে দু বছরের ডিপ্লোমা সঙ্গে রেডিওগ্রাফার হিসেবে এক বছরের অভিজ্ঞতা অথবা রেডিওগ্রাফিতে তিন বছরের বিএসসি অনার্স৷ লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা৷

৬. ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): শূন্যপদ ১০, ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, মোটর মেকানিজমের জ্ঞান এবং তিন বছরের অভিজ্ঞতা৷ বাঞ্ছনীয়: অষ্টম শ্রেণি পাশ, হোম গার্ড/সিভিল ভলেন্টিয়ার হিসেবে তিন বছর কাজ৷ বেতন লেভেল ২ অনুযায়ী ১৯৯০০-৬৩২০০ টাকা৷

৭. মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড-টু: শূন্যপদ ১১, সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি, সঙ্গে ওয়েলফেয়ার বা হেলথ এজেন্সিতে কাজের অভিজ্ঞতা৷ বেতন লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: www.sgpgi.ac.in ওয়েবসাইটে গিয়ে অননলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

http://www.sgpgi.ac.in/recruit/rec_I08_Rectt_20_21.pdf  লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল