সফদরজঙ্গ হাসপাতালে ৪৩২ সিনিয়র রেসিডেন্ট

739
0
Junior-Resident Delhi

কেন্দ্রীয় সরকারের ভিএমএম কলেজ অ্যান্ড সফদরজঙ্গ হাসপাতাল, নয়া দিল্লিতে ৪৩২ জন সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে তিন বছরের চুক্তিতে। বিজ্ঞপ্তি নম্বর: F.No. 3-1/2019-Acad.

শূন্যপদের বিন্যাস: অ্যানাস্থেশিয়া: ১০৬ (অসংরক্ষিত ২৩, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ১৭, তপশিলি জাতি ২৩, তপশিলি উপজাতি ৮, ওবিসি ৩৫)। অ্যানাটমি: ৫ (ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, ওবিসি ৩)। বায়োকেমিস্ট্রি: ৮ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। ক্যানসার সার্জারি: ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। কার্ডিওলজি: ২৬ (অসংরক্ষিত ১২, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৮)। কমিউনিটি মেডিসিন: ৫ (অসংরক্ষিত ২, ইডব্লুএস ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। সিটিভিএস: ২০ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)। ডেন্টাল সার্জারি: ২ (অসংরক্ষিত)। এনডোক্রিনোলজি: ১৪ (অসংরক্ষিত ৭, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ইএনটি: ১ (ওবিসি)। ফরেন্সিক মেডিসিন: ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। হেমাটোলজি: ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ল্যাব অনকোলজি: ৩ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। মেডিকেল অনকোলজি: ১২ (অসংরক্ষিত ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। মেডিসিন: ২০ (অসংরক্ষিত ৭, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৪, ওবিসি ৭)। মাইক্রোবায়োলজি: ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১)। নেফ্রোলজি: ১০ (অসংরক্ষিত ৩, ইডব্লুএস ১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। নিউরো সার্জারি: ২৩ (অসংরক্ষিত ৭, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭)। নিউরোলজি: ১৮ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)। নিউক্লিয়ার মেডিসিন: ৪ (অসংরক্ষিত ২, ইডব্লুএস ১, ওবিসি ১)। অবস্টেঃ অ্যান্ড গাইনি: ১৬ (অসংরক্ষিত ১১, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। অপথ্যালমোলজি: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। অর্থোপেডিক্স: ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ৩)। পেডিয়্যাট্রিক্স: ১৩ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, ওবিসি ৩)। পেডিয়্যাট্রিক সার্জারি: ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। প্যাথোলজি: ১৪ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ফার্মাকোলজি: ৫ (ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। ফিজিওলজি: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। পিএমআর: ২ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১)। সাইকিয়াট্রি: ২ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১)। রেডিওলজি: ১৪ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৫)। রেডিওথেরাপি: ৩ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। রেনাল ট্র্যান্সপ্ল্যান্ট: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২)। রেসপিরেটরি মেডিসিন: ৭ (অসংরক্ষিত ১, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। এসআইসি অর্থো: ১২ ( অসংরক্ষিত ৫, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। এসআইসি রিহ্যাব: ১ (অসংরক্ষিত)। সার্জারি: ২৪ (অসংরক্ষিত ১২, ইডব্লুএস ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৭)। ইউরোলজি: ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১)।

বেতনক্রম: পে ব্যান্ড থ্রি অনুযায়ী মূল বেতন ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৬৬০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: বয়স হতে হবে ৩৭-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা, সঙ্গে কোনো সরকারি প্রতিষ্ঠানে দু বছরের কাজের অভিজ্ঞতা যার মধ্যে সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনডোক্রিনোলজির ক্ষেত্রে মেডিসিন বা পেডিয়্যাট্রিক্সে এমডি/ ডিএনবি বাঞ্ছনীয় যোগ্যতা। হেমাটোলজির ক্ষেত্রে মেডিসিন বা পেডিয়্যাট্রিক্সে এমডি বা সমতুল, প্যাথোলজিতে এমডি বা সমতুল হলেও আবেদন করতে পারবেন। দিল্লি মেডিকেল কাউন্সিল/ ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকতে হবে, যাঁরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন তাঁদের উপযুক্ত নথি দেখাতে হবে।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। এনইএফটি/ আরটিজিএস, আইএমপিএস, ইউপিআই-এর মাধ্যমে ফি দেওয়া যাবে। যে অ্যাকাউন্টে ফি দিতে হবে সেটি হল, Bank of Baroda, Account Holder- SJH AND VMMC EXAM FEE A/C, Account No. 26400100023808, IFSC Code. BARB0SAFECX (Fifth character is Zero), MICR code. 110012067. ট্র্যানজ্যাকসন সম্পূর্ণ হলে একটি রিসিট পাওয়া যাবে, পূরণ করা আবেদনপত্রের সঙ্গে রিসিট নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://www.vmmc-sjh.nic.in/writereaddata/WEBSITE%20ADVT%20ENGLISH(2).pdf লিঙ্কে দরখাস্তের বয়ান ও বিজ্ঞাপন পাওয়া যাবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পাঠাতে হবে ‘The Medical Superintendent, VMM College & Safdarjung Hospital, New Delhi-110029 (Diary & Dispatch Section, Gate No 2)’ ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘Application for the post of Senior Resident in the department of ……. ’। পূরণ করা আবেদনপত্র অন্যান্য নথি সহ পৌঁছতে হবে ১৮ জুলাই ২০১৯ দুপুর ৩টের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.vmmc-sjh.nic.in ওয়েবসাইটে।