সাঁওতালি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগের আবেদনগ্রহণ শুরু আবার

1583
0
SSC, School Service Comission, WBSSC,

 

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার পোষিত/স্পন্সর্ড বেসরকারি সাঁওতালি মাধ্যম জুনিঃ হাই/সেকেন্ডারি/হাঃসেঃ স্কুলগুলিতে সহশিক্ষ-শিক্ষিকা নিয়োগের জন্য আবেদন গ্রহণ আবার শুরু হবে ৫ মার্চ থেকে, চলবে ২০ মার্চ পর্যন্ত (http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/srdst/Detailed-Notification-Santhali-restart-27.02.2019.pdf)।

আগে ঠিক ছিল ২২ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইন আবেদনগ্রহণ চলবে (http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/srdst/Detailed-Notification-Santhali-UPPER-IX-X-XI-XII-2019.pdf), পরে ২১ ফেব্রুয়ারির এক বিজ্ঞপ্তি মারফৎ তা স্থগিত রাখার সিধান্ত জানানো হয় (http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/srdst/Detailed-Notification-Santhali-kept%20in%20abyence-21.02.2019.pdf), আমাদের পোর্টালেও তা জানানো হয় (https://jibikadishari.co.in/?p=10035)।