সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে প্রবেশনারি লিগ্যাল অফিসার নিয়োগ

1368
0
PO recruitment

সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে ১২ জন প্রবেশনারি লিগ্যাল অফিসার নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে ২৮ জুলাই ২০১৯ পর্যন্ত।

যোগ্যতা: দ্বাদশ শ্রেণি পাশের পর ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে নিয়মিত কোর্সে এলএলবি। নির্বাচিত হলে প্রথমে দু বছরের প্রবেশনারি পিরিয়ড থাকবে। বার কাউন্সিল/ ব্যাঙ্ক/ অর্থলগ্নি সংস্থায় লিগ্যাল অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ভারতের যে-কোনো জায়গায় পোস্টিং হতে পারে।

বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর (জন্মতারিখ ১ জুলাই ১৯৯১ থেকে ৩০ জুন ২০০০)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: ২৩৭০০-৪২০২০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষা হবে দুটি পার্টে। পার্ট এ-তে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে— লিগ্যাল অ্যাসপেক্টস অব ব্যাঙ্কিং (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), রিজনিং (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর), জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর)। মোট সময় ৯০ মিনিট।

পার্ট বি-তে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে লিগ্যাল কেস স্টাডিজ (৪টি প্রশ্ন, ১০০ নম্বর), সময় ৬০ মিনিট। দুক্ষেত্রেই পরীক্ষা হবে ইংরেজিতে এবং নেগেটিভ মার্কিং থাকবে। অনলাইন পরীক্ষা হবে ১১ আগস্ট ২০১৯ তারিখ।

আবেদনের ফি: ৮০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ২০০ টাকা। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.southindianbank.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর, বা হাতের বুড়ো আঙুলের ছাপ ও হাতে লেখা ডিক্ল্যারেশন স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে তা আপলোড করতে হবে। আবেদন করা যাবে ২৮ জুলাই ২০১৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে। https://www.southindianbank.com/UserFiles/file/Notification_Prob_Legal_Officer_July_2019.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।