Site icon জীবিকা দিশারী

সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে ৫৫০০ অ্যাপ্রেন্টিস

SECL Recruitment 2024

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, বিলাসপুরে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার (ইংলিশ, হিন্দি), সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার (গ্যাস ও ইলেক্ট্রিক), টার্নার, মেশিনিস্ট, ডিজেল মেকানিক, ড্রাফটসম্যান (সিভিল, মেকানিক্যাল), মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক, প্লাম্বার ও কার্পেন্টার ট্রেডে ৫৫০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদের বিন্যাস: কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১৪০০ (অসংরক্ষিত ৫৬০, তপশিলি জাতি ১৯৬, তপশিলি উপজাতি ৩২২, ওবিসি ১৮২, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ১৪০)। স্টেনোগ্রাফার ইংলিশ: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। স্টেনোগ্রাফার হিন্দি: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। ইলেক্ট্রিশিয়ান: ১৬০০ (অসংরক্ষিত ৬৪০, তপশিলি জাতি ২২৪, তপশিলি উপজাতি ৩৬৮, ওবিসি ২০৮, ইডব্লুএস ১৬০)। ফিটার: ১৫০০ (অসংরক্ষিত ৬০০, তপশিলি জাতি ২১০, তপশিলি উপজাতি ৩৪৫, ওবিসি ১৯৫, ইডব্লুএস ১৫০)। ওয়েল্ডার (গ্যাস ও ইলেক্ট্রিক): ৩৯০ (অসংরক্ষিত ১৫৮, তপশিলি জাতি ৫৪, তপশিলি উপজাতি ৮৯, ওবিসি ৫০, ইডব্লুএস ৩৯)। টার্নার: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। মেশিনিস্ট: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। ডিজেল মেকানিক: ১২০ (অসংরক্ষিত ৫০, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ২৭, ওবিসি ১৫, ইডব্লুএস ১২)। ড্রাফটসম্যান (সিভিল): ২৫ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৫, ওবিসি ৩, ইডব্লুএস ২)। ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১, ইডব্লুএস ১)। মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রিনিক: ১০০ (অসংরক্ষিত ৪০, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ২৩, ওবিসি ১৩, ইডব্লুএস ১০)। প্লাম্বার: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। কার্পেন্টার: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)।

যোগ্যতা ও বয়স: এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই এবং অষ্টম/ দশম শ্রেণি পাশ। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান ও সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৬ ও বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। বয়স ধরা হবে ২৩ জুলাই ২০১৯-এর ভিত্তিতে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.apprentiveship.gov.in  ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। তারপর কোলফিল্ডস লিমিটেডের লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৩ জুলাই ২০১৯ রাত ১২টা পর্যন্ত। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে ০৭৭৫২-২৫৫০৫৯ নম্বরে কাজের দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুরে ১টার মধ্যে যোগাযোগ করতে পারেন।

Exit mobile version