সিএইচএসএসএল পরীক্ষায় কে কত নম্বর পেলেন জেনে নিন

728
0
Folafal Final Pic

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (টিয়ার-১) পরীক্ষার ফল আগেই বেরিয়ে গেছে গত ১৫ জুন। আমরাও সেখবর আমাদের এই পোর্টালে জানিয়েছিলাম (https://jibikadishari.co.in/?p=5736)। সেই পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের পাওয়া নম্বরের তালিকা এসএসসির ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে (বিজ্ঞপ্তি নং 11/01/02017-C-1/1)। মোট ২৬,৫৭,৪৬৮ জন প্রার্থীর কে কত নম্বর পেয়েছেন দেখে নিতে পারেন নিজেদের রেজিস্ট্রেশন/রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে। এই সুযোগ পাওয়া যাবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত। নম্বর দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://ssconline.nic.in/sscmarksmodule