সিএসআইআরে ৩২ টেকনিশিয়ান

908
0
Govt Job Recruitment 2023

সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজি হায়দরাবাদ-এ ৩২ জন টেকনিশিয়ান (১) গ্রুপ টু নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০২/২০১৮, তারিখ: ৯.১১.২০১৮।

শূন্যপদ যোগ্যতা: পোস্ট কোড: ইএলইসি০১: ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ২)। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিষয় সহ দশম শ্রেণি পাশ সঙ্গে আইটিআই সার্টিফিকেট/ ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট/ ইলেক্ট্রিক্যাল ট্রেডে দু বছরের পূর্ণ সময়ের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

পোস্ট কোড: এমএফআইটি০২: মেকানিক্যাল ফিটার: ৯ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিষয় সহ দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট/ ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট/ ফিটার ট্রেডে দু বছরের পূর্ণ সময়ের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

পোস্ট কোড: সিপিএলইউ০৩: সিভিল প্লাম্বার: ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিষয় সহ দশম শ্রেণি পাশ সঙ্গে প্লাম্বার ট্রেডে আইটিআই সার্টিফিকেট/ ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট/ প্লাম্বার ট্রেডে দু বছরের পূর্ণ সময়ের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

পোস্ট কোড: সিএমএএস০৪: সিভিল ম্যাসন: ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিষয় সহ দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট/ ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট/ ম্যাসন ট্রেডে দু বছরের পূর্ণ সময়ের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

পোস্ট কোড সিসিএআর০৫: সিভিল কার্পেন্টার: ১ (অসংরক্ষিত)। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিষয় সহ দশম শ্রেণি পাশ সঙ্গে কার্পেন্টার ট্রেডে আইটিআই সার্টিফিকেট/ ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট/ কার্পেন্টার ট্রেডে দু বছরের পূর্ণ সময়ের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

পোস্ট কোড ইএলআইএন০৬: ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন: ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, ওবিসি ৫)। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিষয় সহ দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট/ ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট/ ইলেক্ট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন ট্রেডে দু বছরের পূর্ণ সময়ের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

বয়সসীমা: ৮ ডিসেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। তপশিলি জাতি/ উপজাতি ও ওবিসি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: শুরুতে মাসে মোট প্রায় ২৯৮৭১ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ট্রেড টেস্ট ও লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় তিনটি পেপার থাকবে। পেপার ওয়ানে জেনারল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল জাজমেন্ট ইত্যাদি। পেপার টুতে জেনারেল অ্যাওয়্যারনেস ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পেপার থ্রিতে সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশ্ন থাকবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, সিআইএসআর কর্মচারী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm  লিঙ্কে গিয়ে ‘Director, CSIR-IICT’-এর অনুকূলে ফি দিতে হবে।

আবেদনের পদ্ধতি: http://www.iictindia.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৮ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট নিয়ে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করে, যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ পাঠাতে হবে। তা ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে পৌঁছোতে হবে ‘The Selection Officer, Recruitment Section, CSIR-Indian Institute of Chemical Technology, Uppal Road, Tarnaka, Hyderabad 500007’ ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF TECHNICIAN (1) GR II (1) (POST CODE……..)’. অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।