সিজিএল-এর সেন্ট্রাল ব্যুরো অব নার্কোটিক্স-এর ইনস্পেক্টর পদের বয়সসীমা বাড়ল

1094
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজামিনেশনের সেন্ট্রাল ব্যুরো অব নার্কোটিক্স-এর ইনস্পেক্টর (গ্রুপ-বি) পদের বয়সসীমা ১৮ থেকে ২৭-এর বদলে অনূর্ধ্ব ৩০ বছর হবে।

৫ আগস্টের এক সংশোধনীতে (F. No. 3-1/2018-P&P-I(Vol.1)) একথা জানানো হয়েছে।

সংশোধনী দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/CGLE2018_05092018.pdf