স্টাফ সিলেকশনের ২০১৮-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি ও সিজিএল পরীক্ষার স্কিল টেস্ট, ডেমো

1347
0
ssc cgl result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (১০+২) টিয়ার-টু পরীক্ষার সফল প্রার্থীদের স্কিল টেট হবে আগামী ২৬ নভেম্বর, দেশ জুড়ে একই সঙ্গে। প্রসঙ্গত, ২০১৮-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার স্কিল টেস্ট হবে আগামী ডিসেম্বরে, তার যথাযথ তারিখ পরে জানানো হবে। স্কিল টেস্টের পদ্ধতির একটি প্রদর্শন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে যথাসময়ে। দুই পরীক্ষার স্কিল টেস্ট সংক্রান্ত কমিশনের ১ অক্টোবরের এই বিজ্ঞপ্তিটি (F.No. 8/2/2020-C-ll) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_skilltest_01102020.pdf

 

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল