সিটি সেশন কোর্টের গ্রুপ-ডি ইন্টারভিউ সক্রান্ত জরুরি তথ্য

947
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

কলকাতা সিটি সেশন কোর্টের বিজ্ঞপ্তি (Recruitment Notification No. 2674-S (Rectt) dated Calcutta, the 29th May, 2018) অনুসারে গ্রুপ-ডি (Peon/Process Server/Farash/Night Guard/Warrant Bailiff-Group-D) পদের জন্য (সুইপার বাদে, তাঁদের রিডিং-রাইটিং এবিলিটি টেস্ট ও ইন্টারভিউয়ের তারিখ পরে জানানো হবে) ইন্টারভিউয়ের নির্ধারিত তারিখে ইন্টারভিউ শুরুর অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হতে হবে, এই ঠিকানায়: Office of the Chief Judge, City Sessions Court at Calcutta, 2 & 3, Bankshal Street, Bichar Bhawan, 1st Floor, Kolkata–700 001.

ইন্টারভিউ শুরু হবে ৩ জানুয়ারি থেকে। অ্যাডমিট কার্ডে দিনক্ষণ জানানো থাকবে। অ্যাডমিট কার্ড পাঠানো হচ্ছে স্পিড পোস্টে। ১৮ ডিসেম্বরের মধ্যে না পেলে ১৯-২০ ডিসেম্বর বেলা ১১টা থেকে ৪টের মধ্যে ডুপ্লিকেট কার্ড জোগাড় করতে পারেন Filing Section of City Sessions Court, Calcutta at 2 & 3, Bankshall Street, Bichar Bhawan, 2nd Floor, Kolkata–700001 ঠিকানা থেকে। তখন সঙ্গে নিয়ে যেতে হবে নিজের কোনো ফটো আইডেন্টিটি কার্ড, সাম্প্রতিক ফটো ও লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড। এসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1826

ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1827

লিখিত পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1828

ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে গত ১৮ নভেম্বরের লিখিত পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড, কোনো মূল ফটো আইডেন্টিটির প্রমাণ ও প্রাসঙ্গিক যাবতীয় মূল প্রমাণপত্র। ১৮ নভেম্বরের লিখিত পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড পাওয়া না গেলে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে অবশ্যই সেব্যাপারে রিপোর্ট করতে হবে, এই ঠিকানায়: Chief Judge City Sessions Court, Calcutta -cum- Chairman, District Recruitment Committee City Sessions Division, Calcutta. সিটি সেশন কোর্টের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1836