সিটেট জুলাইয়ের পরীক্ষার জন্য আবেদনপত্র সংশোধনের সুযোগ

972
0
NET, Net, Net Online Application

সিবিএসই পরিচালিত সিটেট পরিক্ষার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁরা আবেদনপত্রে কোনো ভুল থাকলে সংশোধন করতে পারেন।

এই সুযোগ দেওয়া হচ্ছে ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত।

১১ মার্চের সিটেট-জুলাই ২০১৯ বুলেটিনে যেমন বলা আছে সেরকম বিষয়গুলি সংশোধ করা যাবে।

যেমন, তাঁরা পরীক্ষাকেন্দ্র বদলাতে পারেন পছন্দপরম্পরা জানিয়ে ৩টি পর্যন্ত।

তাছাড়া গুয়াহাটি, পাটনা ও গুয়াহাটিতে প্রার্থী সংখ্যা অস্বাভাবিক বেশি হওয়ার কারণে অসম ও বিহারে পরীক্ষাকেন্দ্রও বাড়ানো হয়েছে।

ওই দুই রাজ্যে পরীক্ষাকেন্দ্র হবে ডিব্রুগর, গুয়াহাটি, জোরহাট, শিলচর, ভাগলপুর, দ্বারভাঙা, গয়া, মজফফরপুর, পাটনা ও বৈশালীতে।

www.ctet.nic.in ওয়েবসাইটে করা যাবে এইসব সংশোধন। সিবিএসই-র এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ctet.nic.in/CMS/Handler/FileHandler.ashx?i=File&ii=154&iii=Y