সিন্ডিকেট ব্যাঙ্কে ১২৯ স্পেশ্যালিস্ট অফিসার

748
0

সিন্ডিকেট ব্যাঙ্কে ১২৯ জন স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। রেফারেন্স নম্বর: HRD.HRMD.0088.2845. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: পোস্ট কোড ১: সিনিয়র ম্যানেজার (রিস্ক ম্যানেজমেন্ট): ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। পোস্ট কোড ২: ম্যানেজার (রিস্ক ম্যানেজমেন্ট): ৫০ (অসংরক্ষিত ২০, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ৫, ওবিসি ১৪)। পোস্ট কোড ৩: ম্যানেজার (ল): ৪১ (অসংরক্ষিত ১৭, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩, ইডব্লুএস ৪, ওবিসি ১১)। পোস্ট কোড ৪: ম্যানেজার (আইএস অডিট): ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। পোস্ট কোড ৫: সিকিউরিটি অফিসার: ৩০ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ইডব্লুএস ৩, ওবিসি ৮)।

বেতনক্রম: সিনিয়র ম্যানেজার (রিস্ক ম্যানেজমেন্ট) পদে ৪২০২০-৫১৪৯০ টাকা। অন্যান্য পদগুলির ক্ষেত্রে ৩১৭০৫-৪৫৯৫০ টাকা।

যোগ্যতা: সিনিয়র ম্যানেজার (রিস্ক ম্যানেজমেন্ট): ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স একটি বিষয় সহ গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে পূর্ণ সময়ের এমবিএ (ব্যাঙ্কিং/ ফিনান্স) বা সমতুল। অথবা ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের ৫৫ শতাংশ) ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্সে পূর্ণ সময়ের এমএসসি অথবা সিএ/ আইসিডব্লুএ। সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এফআরএম/ পিআরএম/ সিএফএ/ রিস্ক ম্যানেজমেন্টে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।

ম্যানেজমেন্ট (রিস্ক ম্যানেজমেন্ট): ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স একটি বিষয় সহ গ্র্যাজুয়েট সঙ্গে পূর্ণ সময়ের এমবিএ (ব্যাঙ্কিং/ ফিনান্স) বা সমতুল। অথবা ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের ৫৫ শতাংশ) ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্সে পূর্ণ সময়ের এমএসসি অথবা সিএ/ আইসিডব্লুএ। সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  এফআরএম/ পিআরএম/ সিএফএ/ রিস্ক ম্যানেজমেন্টে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।

ম্যানেজার (ল): ল-তে ব্যাচেলর ডিগ্রি। বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে এবং অ্যাডভোকেট হিসেবে তিন বছরের অভিজ্ঞতা।

ম্যানেজার (আইএস অডিট): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট সঙ্গে ১) সিআইএসএ এবং ২) বাড়তি যোগ্যতা যেমন অফেনসিভ সিকিউরিটি সার্টিফায়েড প্রফেশনাল বা সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার। সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত চার বছরের অভিজ্ঞতা।

সিকিউরিটি অফিসার: আর্মি/ নেভি/ এয়ারফোর্সে অন্তত পাঁচ বছরের সার্ভিস বা পুলিশ অফিসার হিসেবে পাঁচ বছর কাজ (এএসপি/ ডিএসপি পদের নিচে নয়)।

বয়সসীমা: সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৫-৪৫ বছরের মধ্যে। অন্যান্য পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা এবং/ অথবা গ্রুপ ডিসকাশন/ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন পরীক্ষায় থাকবে রিজনিং (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), পদ সম্পর্কিত প্রফেশনাল নলেজ (৭৫টি প্রশ্ন, ৭৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর)। মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

পরীক্ষাকেন্দ্র: কলকাতা, আমেদাবাদ, ভোপাল, ভুবনেশ্বর, চেন্নাই, দিল্লি-এনসিআর, গুয়াহাটি, জয়পুর, লক্ষ্ণৌ, মুম্বই/ নভি মুম্বই/ বৃহত্তর মুম্বই/ থানে, পাটনা, তিরুবনন্তপুরম, অমৃতসর, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, চণ্ডীগড়, এরনাকুলাম, হায়দরাবাদ, ম্যাঙ্গালোর, নাগপুর, রাঁচি, বিজয়ওয়াড়া।

আবেদনের ফি: ৬০০ টাকা+ জিএসটি। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা+ জিএসটি। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.syndicatebank.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, ডাইমেনশন ২০০×২৩০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে, ডাইমেনশন ১৪০×৬০ পিক্সেল (বাঞ্ছনীয়ত)। মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে। স্ক্যানার রেজলিউশন ২০০ ডিপিআই। ছবি ও স্বাক্ষর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করতে হবে। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৯ মার্চ থেকে ১৮ এপ্রিল ২০১৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।