সিবিএসই-র ২০১৮-র জেইই মেইন অনলাইন-অফলাইন দুই পরীক্ষারই পেপার-ওয়ানের ফল বেরোল ৩০ এপ্রিল সন্ধে সাড়ে ছটায়। পেপার-টু-র ফল ১ মে বেরোচ্ছে। দেশের ১১২টি শহরে ১১ লাখ ৩৫ হাজার ৮৪ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় বসেছিলেন। আবেদন করেছিলেন ১০ লাখের বেশি পড়ুয়া। সফল হয়েছেন ২ লক্ষ ৩১ হাজার ২৪ জন। এবছর পরীক্ষা হয়েছিল অফলাইনে ৮ এপ্রিল, অনলাইনে ১৫ ও ১৬ এপ্রিল। ফল দেখা যাবে এই ওয়েবসাইটে: https://jeemain.nic.in/webinfo/Public/Home.aspx এবং http://cbseresults.nic.in
সফল পরীক্ষার্থীদের মেধাতালিকার প্রথম সারির ২২৪০০০ জন বসতে পারবেন জেইই অ্যাডভান্সড পরীক্ষায়। সেই পরীক্ষা হবে ২০ মে, তারজন্য রেজিস্ট্রেশন শুরু ২ মে থেকে। তাতে সফল হলে ভর্তি হওয়া যাবে দেশের এনআইটি, আইআইটি ও সিএফটিআইগুলিতে।