সিবিএসই দশম শ্রেণি, ২০১৯ ফল প্রকাশ করলো সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। ওয়েবসাইটে ফলাফল আপলোড করে দেওয়া হয়েছে। ২০১৯ সালে সারা দেশ থেকে মোট ১৮.১৯ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষা গ্রহণ করা হয়েছিল গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত। এবারে পাশের শতকরা হার ৯১.১%। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম স্থানে রয়েছে ১৩ জন পরীক্ষার্থী। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ২৪ ও ৫৮ জন। ৯৫%-এর বেশি পেয়েছেন ৫৭,২৫৬ জন, ৯০%-এর বেশি পেয়েছেন ২.২৫ লক্ষ জন। পশ্চিমবঙ্গ থেকে প্রথম সুমৈতা লায়সা, ৪৯৬ নম্বর পেয়ে। ফল জানা যাবে এই ওয়েবসাইটে: www.cbse.nic.in বা সরাসরি এই লিঙ্কে: http://cbseresults.nic.in/class10/class10th19.htm