সিবিএসসি-র দশম শ্রেণির ফল বেরোল

588
0

নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগেই দশম শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করে সিবিএসসি বোর্ড। সিবিএসসি দ্বাদশের মতো দশম শ্রেণির পরীক্ষাতেও ছেলেদের তুলনায় মেয়েরাই ভালো ফল করল। এ পর্যন্ত খবরে জানা যাচ্ছে, একই সঙ্গে চারজন প্রথম হয়েছে্ন। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছেন একসঙ্গে চার পরীক্ষার্থী। গুরুগ্রাম ডিপিএসের প্রখর মিত্তল, বীঞ্জানিরের আর পি পাবলিক স্কুলের রিমঝিম আগরওয়াল, শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ এবং কোচির ভবন’স বিদ্যালয়ের শ্রীলক্ষ্মী জি।
২৭,৪৭৬ জন ছাত্রছাত্রী ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। ১,৩১,৪৯৩ জন ছাত্রছাত্রী ৯০ শতাংশ নম্বর পেয়েছেন। পাসের হারে সবচেয়ে এগিয়ে তিরুবনন্তপূরম (‌৯৯.‌৬০)‌। তারপরেই রয়েছে চেন্নাই (‌৯৭.‌৩৭)‌ এবং আজমির (‌৯১.‌৮৬ শতাংশ)‌। উল্লেখ্য, এবার মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ। তারমধ্যে পাশের হার ৮৬.৭ শতাংশ। ৮৮.৬৭ শতাংশ মেয়ে, ছেলেদের পাশের হার ৮৫.৩২ শতাংশ। আমাদের রাজ্য থেকেও কোনো-কোনো স্কুল খুবই ভালো ফল করেছে. ডিপিএস রুবি পার্ক-এর সৌরিত সরকার পেয়েছেন ৯৯.২ শতাংশ নম্বর। এই স্কুলেরই অন্য দুই ছাত্র সজন শাস্বত ও কৌস্তভ পাণ্ডাও উল্লেখযোগ্য রেজান্ট করেছেন। মেয়েদের মধ্যে সাউথ পয়েন্টের ঐশ্বর্য ঘোষ পেয়েছেন ৯৮.৮ শতাংশ নম্বর। এ ছাড়াও বিধাননগরের ভারতীয় বিদ্যাভবনের দুই পড়ুয়া প্রান্তিক সূত্রধর ও অগ্নিভ ঘোষ ৯৭.‌৬ শতাংশ পেয়েছেন।  ৯৭.‌২ শতাংশ পেয়েছে এই স্কুলেরই অনুরাগমোহন রায়, বিশ্বায়ন সরকার ও শুভদীপ দাস । সাউথ পয়েন্ট স্কুল থেকে এ বছর ৭৯০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন তাঁদের মধ্যে ১৪৪ জনই ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে সফল হয়েছেন। সফল এই ছাত্রছাত্রীদের কেউ ডাক্তার, কেউ মহাকাশ গবেষক বা কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে ভবিষ্যত গড়তে চান।