Site icon জীবিকা দিশারী

সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানোর আগেই প্রশিক্ষণ

KP Civic Volenter

রাজ্যে ১ লক্ষ ১০ হাজার সিভিক পুলিশ নিয়োগ করা হয়েছিল ২০১৩ সালে। চুক্তির ভিত্তিতে। পরে অবশ্য নাম বদলে সিভিক ভলেন্টিয়ার করা হয়। এখন এই পদে নিযুক্ত আছেন ১ লক্ষ ২০ হাজার তরুণ-তরুণী। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা রক্ষায় তাঁদের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, সিভিক ভলেন্টিয়াররা এখন পান মাসে ৫৫০০ টাকা মাইনে পান, আগামী ১ অক্টোবর থেকে তা বেড়ে হবে ৮০০০ টাকা।

ইতিমধ্যে ঠিক হয়েছে, প্রশিক্ষণহীন এই কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হবে। আউটডোর-ইনডোর দুরকম প্রশিক্ষণই দেওয়া হবে মোট ৩ সপ্তাহের। প্রশিক্ষণের আয়োজন করার জন্য সমস্ত জেলা/রাজ্য পুলিশ সুপার ও পুলিশ কমিশনারেটদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, প্রতিটি থানায় প্রশিক্ষক ঠিক করতে হবে ১৫ জুনের মধ্যে। প্রশিক্ষণের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দেবেন রাজ্য পুলিশের এডিজি (প্রশিক্ষণ)।

তিনটি ব্যাচে ভাগ করে এই প্রশিক্ষণ চলবে। প্রথম ব্যাচের জন্য ৯-২৭ জুলাই, দ্বিতীয় ব্যাচের জন্য ৬-২৪ আগস্ট, ৩-২১ সেপ্টেম্বর প্রশিক্ষণ হবে।

Exit mobile version