সিভিলসার্ভিস ও ফরেস্ট সার্ভিস পরীক্ষার কেন্দ্রবদলের সুযোগ

1350
0
UPSC Exam Calendar

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা ও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (প্রিলিমিনারি) ২০২০ পরীক্ষার কেন্দ্র বদলের সুযোগ দিচ্ছে কমিশন৷ পরীক্ষা হবে আগামী ৪ অক্টোবর৷ ইতিমধ্যেই পরীক্ষাকেন্দ্র বদলের জন্য বেশ কিছু আবেদন জমা পড়েছে৷ সেইমতো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে দুটি পর্যায়ে আগামী ৭-১৩ জুলাইএবং ২০-২৪ জুলাই কমিশনের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষাকেন্দ্র বদলের আবেদন করা যাবে৷ ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালটের ভিত্তিতে পরীক্ষাকেন্দ্র বদলের আবেদন মঞ্জুর হবে৷ https://upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে পরীক্ষাকেন্দ্র বাছাইয়ের আবেদন করা যাবে৷ ইউপিএসসির এই বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক:

https://www.upsc.gov.in/sites/default/files/CSP-IFS-2020-Notice-centre-choice-Engl.pdf

 

 

 

লাইভ টিভি দেখুন :https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল