সিভিল সার্ভিস প্রিলিমিনারি ২০২০ জরুরি ঘোষণা

4558
0
Current Affairs 24th November

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০-র সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা দেশজুড়ে হবে আগামী ৪ অক্টোবর রবিবার। দুই সেশনে, সকালে সাড়ে নটা থেকে ও দুপুরে আড়াইটা থেকে। তারজন্য যোগ্য প্রার্থীদের ই-অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে (http://upsconline.nic.in)। সেখবর আমরা আগেই জানিয়েছি, গত ২ সেপ্টেম্বর (https://jibikadishari.co.in/%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8-12/)। ওই ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট-আউট পরীক্ষার হলে দেখাতে যেমন হবে, সেটি চূড়ান্ত ফল বেরোনো পর্যন্ত যত্ন করে রেখেও দিতে হবে। কোনো কাগুজে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। দরখাস্তে উল্লেখ করা ফটো আইডেন্টিটি কার্ডও নিয়ে যেতে হবে। কালো কালির বল পেনও নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডে কোনো অসঙ্গতি থাকলে তা অবিলম্বে কমিশনকে জানাতে হবে ইমেল করে (uscspupsc@nic.in)। অ্যাডমিট কার্ডে নিজের ছবি যদি অস্পষ্ট, ঝাপশা বা আদৌ না থাকে তাহলে সেই মর্মে একটি মুচলেকা সহ দুই সেশনের জন্য দু কপি ফটো পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যেতে হবে। আরও বিস্তারিত বিবরণ ও নির্দেশ সহ কমিশনের ৯ সেপ্টেম্বর তারিখের এই প্রেস বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/PNote-CSP-20-Engl.pdf

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল