সিভিল সার্ভিস (প্রিলিঃ) ২০১৮-র ই-অ্যাডমিট কার্ড

487
0

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) এগজাম হবে আগামী ৩ জুন রবিবার। এজন্য ই-অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। পরীক্ষা দিতে যাবার জন্য সেটি ডাউনলোড করে প্রিন্ট-আউট নিতে হবে, এই লিঙ্ক থেকে: http://www.upsc.gov.in, অন্যান্য নির্দেশও সাইটে পাওয়া যাবে।