সিভিল সার্ভিস হচ্ছে নির্ধারিত সময়েই, আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

880
0
Current Affairs 24th November

যথা সময়েই হচ্ছে সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা৷ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট পরীক্ষা পিছানোর আবেদন খারিজ করে দিয়েছে৷

বুধবার সুপ্রিম কোর্টে ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষা পিছানোর বিষয়ে দীর্ঘ সময় ধরে শুনানি চলে৷ ইউপিএসসির তরফ থেকে জানানো হয়, নির্দিষ্ট সময় পরীক্ষা না হলে আর্থিক দিক থেকেও যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হবে ইউপিএসসিকে৷ ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য৷ তাছাড়া পরের বছরের সিভিল সার্ভিস প্রিলিমিনারিও পিছিয়ে যাবে, এবছরের ফলাফল বেরোতে দেরি হলে৷

তবে একেকটি রাজ্যে নিজস্ব কোভিড নিয়ন্ত্রণ নীতি থাকার জন্যেও পরীক্ষার্থীদের অসুবিধা সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে৷ সেক্ষেত্রে যেসব প্রার্থী এ বছরের পরী৭ার্থী হিসাবে এ বছরই শেষবারের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন, তাঁদের আগামী বছরও সুযোগ দেওয়ার বিষয়টিকে বিবেচনা করা হচ্ছে৷

ইউপিএসসি আগামী ৪ অক্টোবর নির্ধারিত সময়সূচী অনুযায়ী সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করার কথা জানিয়ে দিয়েছে৷ মোট ১০.৫৮ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছেন যার মধ্যে ৬.৬৭ লক্ষ পরীক্ষার্থী ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সোমবার পর্যন্ত৷ পরীক্ষাটি ৭২টি কেন্দ্রের ২৫৬৯ টি স্থানে অনুষ্ঠিত হবে, রাজ্য ও কোর্টের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে, যেমন এক পরীক্ষাকেন্দ্রে ১০০-র বেশি পরীক্ষার্থী যেন না হয়৷